নিউ ইয়র্ক সিটির ডেমোক্র্যাটিক প্রাইমারিতে আগাম ভোটের রেকর্ড

এহসান জুয়েল, নিউ ইয়র্ক

জুন ১৬ ২০২৫, ২৩:০৩

নিউ ইয়র্ক সিটির ডেমোক্র্যাটিক প্রাইমারির একটি আগাম ভোট কেন্দ্র। ছবি: এপি

নিউ ইয়র্ক সিটির ডেমোক্র্যাটিক প্রাইমারির একটি আগাম ভোট কেন্দ্র। ছবি: এপি

  • 0

মেয়র প্রার্থী ব্র্যাড ল্যান্ডারের পর আলোচিত প্রার্থী জোরান মামদানিকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছেন আরেক মেয়র প্রার্থী মাইকেল ব্ল্যাকও।

নিউ ইয়র্ক সিটির মেয়রসহ বিভিন্ন পদে ডেমোক্র্যাটিক প্রাইমারি নির্বাচনের তৃতীয় দিনের ভোটগ্রহণ শেষ হয়েছে।

সাপ্তাহিক ছুটির প্রথম দুই দিনে রেকর্ড ৬৬ হাজার ভোটার ভোট দিয়েছেন, যা গতবারের তুলনায় দ্বিগুণের বেশি।

এদিকে মেয়র প্রার্থী ব্র্যাড ল্যান্ডারের পর আলোচিত প্রার্থী জোরান মামদানিকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছেন আরেক মেয়র প্রার্থী মাইকেল ব্ল্যাকও।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এর ফলে ভোটের রাজনীতিতে মামদানির হাত আরও শক্তিশালী হবে।

নিউ ইয়র্ক সিটির ১১ ডেমোক্র্যাটিক মেয়র প্রার্থীর ভোটের লড়াই শুরু হলেও মূল লড়াইটা হচ্ছে দুই মেয়র প্রার্থী সাবেক গভর্নর এন্ড্রিউ কুওমো ও কুইন্সের ৩৩ বছর বয়সী অ্যাসেম্বলিম্যান জোরান মামদানির মধ্যে।

ডেমোক্র্যাটিক প্রাইমারির আগাম ভোটের তৃতীয় দিন শেষ হয়েছে সোমবার। আগামী ২২ জুন পর্যন্ত আগাম ভোট দেওয়ার সুযোগ রয়েছে।

সাপ্তাহিক ছুটির দিন থাকায় প্রথম দুই দিনে সিটির পাঁচটি বোরোর কেন্দ্রগুলোতে ভোটারদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ করা গেছে। শুধু এ দুই দিনে ৬৬ হাজার ৩৬১ ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

২০২১ সালের ডেমোক্র্যাটিক প্রাইমারিতে প্রথম দুই দিনের ভোটগ্রহণের তুলনায় এটি দ্বিগুণ।

এবার পাঁচ বরোর মধ্যে সবচেয়ে বেশি ২৩ হাজার ৬৩৭টি ভোট পড়ছে ব্রুকলিনে। সবচেয়ে কম দুই হাজার ১৬৬টি ভোট পড়ছে স্ট্যাটেন আইল্যান্ডে।

মেয়র প্রার্থীদের প্রচার

প্রচার অব্যাহত রেখেছেন সিটি নির্বাচনের মেয়র প্রার্থীরা। আগাম ভোট গ্রহণের প্রথম দিনেই ম্যানহাটনে জোরান মামদানির সমর্থনে জনসভা করেছেন আরেক আলোচিত কংগ্রেসওম্যান আলেক্সজান্দ্রিয়া ওকাশিও কর্টেজ।

এরই মধ্যে জনপ্রিয়তা জরিপে শীর্ষে উঠে এসেছেন মুসলিম তরুণ মামদানি। পাশাপাশি তাকে ‘ক্রস এনডর্সমেন্ট’ ঘোষণা করেছেন দুই মেয়র প্রার্থী কম্পট্রোলার ব্র্যাড ল্যান্ডার ও সাবেক অ্যাসেম্বলিম্যান মাইকেল ব্ল্যাক।

এ দুই মেয়র প্রার্থীর সমর্থন ভোটের রাজনীতিতে মামদানিকে শক্তিশালী করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

তবে গোল পাকাচ্ছে নিউ ইয়র্ক টাইমসের এডিটোরিয়াল বোর্ড। এবারের মেয়র নির্বাচনে তারা কোনো প্রার্থীকে এনডোর্স করবে না বলে আগাম ঘোষণা দিলেও সোমবার আকস্মিকভাবে তারা জোরান মামদানিকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছে।

কাকে ভোট দেবে, সেটি স্পষ্ট না করলেও তারা মনে করছে, মামদানি অনভিজ্ঞ এবং নিউ ইয়র্ক সিটির মূল সমস্যা বুঝতে সক্ষম হচ্ছেন না তিনি।

এত আলোচনার ভিড়ে ডেমোক্র্যাটিক ভোটাররা কাকে মেয়র পদে লড়াই করার যোগ্য মনে করেন, তা নির্ধারিত হবে ২৪ জুন, প্রাইমারির চূড়ান্ত ভোটের দিন।