ওয়ালযকে বরখাস্তের খবর শুনে ‘বিস্মিত’ স্টেইট ডিপার্টমেন্টের মুখপাত্র

টিবিএন ডেস্ক

প্রকাশিত: মে ১ ২০২৫, ২২:৪০ হালনাগাদ: নভেম্বর ১০ ২০২৫, ২:৪৩

স্টেইট ডিপার্টমেন্টের ব্রিফিংয়ে মুখপাত্র ট্যামি ব্রুস। ফাইল ছবি

স্টেইট ডিপার্টমেন্টের ব্রিফিংয়ে মুখপাত্র ট্যামি ব্রুস। ফাইল ছবি

  • 0

সিএনএনের কাছ থেকে রুবিওকে নিয়োগের বিষয়টি জেনে ট্যামি ব্রুস বলেন, ‘রুবিও এমন একজন ব্যক্তি, যেমনটা আমি মনে করি আপনারা সবাই জানেন, প্রথম দিন থেকেই বিভিন্ন দায়িত্ব পালন করে আসছেন এবং (তিনি) এমন একজন, যাকে ভালোভাবে চেনেন প্রেসিডেন্ট।’

ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইযারের পদ থেকে মাইক ওয়ালযকে সরিয়ে তার জায়গায় সেক্রেটারি অব স্টেইট মার্কো রুবিকে বসিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

সামাজিক যোগাযোগমাধ্যমে বৃহস্পতিবার এ তথ্য জানান প্রেসিডেন্ট।

পোস্টে তিনি জানান, ওয়ালযকে জাতিসংঘে অ্যামেরিকার পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দেবেন তিনি।

ওয়ালয আগামী কয়েক দিনের মধ্যেই পদত্যাগ করতে পারেন বলে খবর প্রকাশ করেছিল সিএনএনসহ একাধিক সংবাদমাধ্যম। সে খবরের রেশ না কাটতেই বরখাস্ত করা হয় তাকে।

এ নিয়ে বৃহস্পতিবার স্টেইট ডিপার্টমেন্টের ব্রিফিংয়ে মুখপাত্র ট্যামি ব্রুসের কাছে জানতে চান সিএনএনের রিপোর্টার কাইলি অ্যাটউড।

জবাবে দৃশ্যত বিস্ময় প্রকাশ করে ট্যামি ব্রুস বলেন, ‘এটি উত্তেজনাকর মুহূর্ত।’

সিএনএনের কাছ থেকে রুবিওকে নিয়োগের বিষয়টি জেনে ট্যামি ব্রুস বলেন, ‘রুবিও এমন একজন ব্যক্তি, যেমনটা আমি মনে করি আপনারা সবাই জানেন, প্রথম দিন থেকেই বিভিন্ন দায়িত্ব পালন করে আসছেন এবং (তিনি) এমন একজন, যাকে ভালোভাবে চেনেন প্রেসিডেন্ট।’

ব্রিফিংয়ে স্টেইট ডিপার্টমেন্টের মুখপাত্র আরও জানান, কে তার এজেন্ডা বাস্তবায়ন করবেন, সে বিষয়ে যথার্থ মূল্যায়ন করেছেন প্রেসিডেন্ট।

ওই সময় ট্যামি জানান, এ বিষয়ে পুরোপুরি বিস্মিত নন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট নিয়ে স্টেইট ডিপার্টমেন্টের মুখপাত্র বলেন, ‘এটাই আধুনিক প্রযুক্তি ও সামাজিক যোগাযোগমাধ্যমের বিস্ময়কর দিক।’