নর্থ অ্যামেরিকার সর্ববৃহৎ জামাত অনুষ্ঠিত জ্যামাইকায়

টিবিএন ডেস্ক

জুন ৭ ২০২৫, ২:১৫

ছবি: টিবিএন২৪

ছবি: টিবিএন২৪

  • 0

নর্থ অ্যামেরিকায় বৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে জ্যামাইকার থমাস এডিসন হাইস্কুলমাঠে।

শুধু নিউ ইয়র্ক নয়, দেশের বিভিন্ন স্টেইটের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশ থেকে ধর্মপ্রান মুসলমানরা অংশ নেন এ ঈদ জামাতে।

প্রায় ৩০ হাজার মানুষের অংশগ্রহনে এ জামাত শেষে প্যালেস্টাইনসহ বিশ্ব মুসলিম জাহানের কল্যান কামনায় দোয়া করা হয়।

খোলা ময়দানে ঈদের জামাত। সকাল থেকেই ধর্মপ্রান মুসলমানরা জ্যামাইকার থমাস এডিসন হাইস্কুলমাঠে জমায়েত হতে থাকেন। ত্যাগের প্রেরনায় উজ্জীবিত পবিত্র ঈদ উল আযহার জামাতে অংশ নিতে পেরে আল্লাহর কাছে শোকরিয়া জানান তারা।

গতকয়েক বছর ধরেই জ্যামাইকামুসলিম সেন্টারের উদ্যোগে এ আয়োজন এর মধ্যেই নর্থ অ্যামেরিকার সর্ববৃহৎজামাত হিসেবে পরিচিতি পেয়েছে। তাই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মুসলমানরা এআয়োজনে যোগ দিতে আসেন।

নারীদের জন্য নামাজের বিশেষ ব্যবস্থা থাকায় পরিবারের সদস্যদের নিয়ে বিপুল সংখ্যকনারীরাও এ নামাজে অংশ নিতে আসেন।

চলতি বছর নিউ ইয়র্ক সিটি এবং আগামী বছর স্টেইটের নির্বাচন থাকায় মেয়র ও গভর্নরপ্রার্থীরাও আসেন শুভেচ্ছা বিনিময় করতে।

বাংলাদেশিদের আধিক্য থাকলেও, জ্যামাইকার এ ঈদ জামাতে বিশ্বের ইসলাম ধর্মাবলম্বি প্রায় সব দেশের মানুষই অংশ নেন। পরে মোনাজাতে প্যালেস্টাইনসহ পুরো মুসলিম জাহানের কল্যান কামনা করা হয়।