রিয়াদে ট্রাম্পের শান্তির বার্তা, গাজায় মৃত্যু ও ধ্বংস

টিবিএন ডেস্ক

মে ১৪ ২০২৫, ১০:১১

বুধবার ইসরায়েলি বিমান হামলায় গাজায় নিহত ৫০ জনেরও বেশি। ছবি: রয়টার্স

বুধবার ইসরায়েলি বিমান হামলায় গাজায় নিহত ৫০ জনেরও বেশি। ছবি: রয়টার্স

  • 0

ট্রাম্পের শান্তির বার্তা ও বিশ্ব রাজনীতির কথা রিয়াদে থাকলেও, গাজার পরিস্থিতি আরও তীব্র হয়ে ওঠছে। বুধবার ইসরায়েলি বিমান হামলায় গাজায় নিহত ৫০ জনেরও বেশি।

অ্যামেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মধ্যপ্রাচ্য সফরের সময় সৌদি আরবে শান্তির বার্তা দিয়েছেন, তবে গাজা উপত্যকায় সহিংসতা থামছে না। মঙ্গলবার রিয়াদে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে হাত মিলিয়ে ট্রাম্প আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিলেও, গাজায় ইসরায়েলি বিমান হামলায় নতুন করে ৫০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে অধিকাংশ নারী ও শিশু রয়েছে।

রয়টার্স সূত্রে জানা যায়, বুধবার সকালের দিকে গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া ও বেইত লাহিয়ায় একাধিক বসতবাড়িতে ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালায়। স্থানীয় বাসিন্দা ও চিকিৎসাকর্মীদের ভাষ্য, বেশিরভাগ হতাহত হয়েছেন বাড়ির ভেতরেই।

ইসরায়েলি সেনাবাহিনী এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। আইডিএফ জানিয়েছে, এসব হামলার তথ্য যাচাই করা হচ্ছে।

সৌদির রিয়াদে অনুষ্ঠিত এক সম্মেলনে ট্রাম্প বলেন, ‘মধ্যপ্রাচ্যের জনগণ একটি শান্তিপূর্ণ ও নিরাপদ ভবিষ্যতের অধিকারী।’

তিনি আরও বলেন, অ্যামেরিকান প্রশাসন দক্ষিণ-পূর্ব এশিয়ায় সন্ত্রাসবাদী কার্যকলাপ বন্ধ করতে এবং শান্তির জন্য কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

সৌদি আরবের সাথে দ্বিপক্ষীয় আলোচনা এবং যৌথ অর্থনৈতিক প্রকল্প নিয়ে আলোচনা হয়, যেখানে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এই উদ্যোগের সমর্থন ব্যক্ত করেন।

ট্রাম্পের শান্তির বার্তা ও বিশ্ব রাজনীতির কথা রিয়াদে থাকলেও, গাজার পরিস্থিতি আরও তীব্র হয়ে ওঠে। ইসরায়েলি বিমান হামলায় নিহতের সংখ্যা বাড়ছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, গাজা-ইসরায়েল যদি দীর্ঘমেয়াদী শান্তি স্থাপন না হয়, তাহলে এই সংঘর্ষ আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

ট্রাম্প রিয়াদে উপস্থিত থাকলেও, গাজার মানুষের হতাশা এবং তাদের জীবনযাত্রা আরও সংকটময় হয়ে উঠেছে। আন্তর্জাতিক মহল এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে এই সহিংসতা বন্ধ করতে এবং মানবিক সহায়তা পাঠানোর জন্য একটি স্থায়ী সমাধান খুঁজে বের করার জন্য।