নায়াগ্রা অঞ্চলের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের স্বাস্থ্য ও নিরাপত্তার স্বার্থ সুরক্ষায় এবং যে কোন পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষার জন্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
ধারণা করা হচ্ছে বিরল পূর্ণ সূর্যগ্রহণ দেখতে নায়গ্রার জনপ্রিয় জলপ্রপাত ও এর আশেপাশের এলাকায় ব্যাপক ভিড় হতে পারে। ভিড় এড়াতে কর্তৃপক্ষ অঞ্চলটির কিছু প্রোগ্রাম ও পরিষেবা পরিবর্তন করবে। এছাড়া ৮ এপ্রিল রাস্তায় ট্র্যাফিক বন্ধ রাখতে বেশ কিছু সুবিধা বন্ধ করে দেয়া হবে।
ক্যানাডিয়ান- অ্যামেরিকান সীমানা বরাবর অবস্থিত আশ্চর্যময় নায়গ্রা জলপ্রপাত থেকে নর্থ অ্যামেরিকার প্রাকৃতিক বিস্ময়কর এই ঘটনার সাক্ষী হতে ইতিমধ্যেই অনেক পর্যটক হোটেলগুলো অগ্রিম ভাড়া করেছে।
নায়াগ্রা জলপ্রপাত অবস্থিত অন্টারিও শহরের মেয়র জিম দিওদাতি অনুমান করছেন সূর্য গ্রহণ দেখতে ক্যানাডায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি ভিড় হবে এবং সেখানে প্রায় এক মিলিয়ন মানুষ থাকবে।