ফোর্থ অফ জুলাইয়ের বর্ণিল উদযাপন

টিবিএন ডেস্ক

জুলাই ৫ ২০২৪, ১১:৩৮

একটি মার্চিং ব্যান্ড ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে প্যারেডে অংশ নেয়। ছবি: সংগৃহীত

একটি মার্চিং ব্যান্ড ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে প্যারেডে অংশ নেয়। ছবি: সংগৃহীত

  • 0

৪ জুলাই ছিল অ্যামেরিকার স্বাধীনতা দিবস। এটি ছিল দেশটির ২৪৮ তম স্বাধীনতা দিবস উদযাপন। বিশেষ এই দিনটি আতশবাজি, স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ এবং দেশের অনেক অংশে কনসার্টের মাধ্যমে উদযাপিত হয়।

আগে উচ্চস্বরে ঘোষণাটি পড়া হতো, তারপরে বন্দুক ও কামান দাগা হতো। তবে এখন এর প্রচলন নেই।

দেখে নিন ২০২৪ সালের ৪ জুলাই বা স্বাধীনতা দিবস কেমন কাটল দেশবাসীর।

মিশিগান এন্টারটেইনমেন্ট অ্যান্ড ট্যালেন্টে কলিন শার্কি, মিশিগানের ডেট্রয়েটের ক্লসনে ফোর্থ অফ জুলাইয়ের প্যারেডে পারফর্ম করার আগে দেশের প্রতীক সংযুক্ত পোশাক পরেন।
ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে অ্যামেরিকান ভেটেরান্স অ্যাসোসিয়েশন লিজিওনের একটি ট্রাক যাওয়ার সময় উল্লাস করেন দর্শকেরা।
ম্যাসাচুসেটসের বার্নস্টেবলে স্বাধীনতা দিবসের প্যারেডে একটি প্রাচীন পিকআপ ট্রাক থেকে নেমে আসেন ৯৮ বছর বয়সী ম্যারিয়ন উইটেনমেয়ার।
প্যারেডে এক নারী তার মুখে অ্যামেরিকার পতাকার নকশা আঁকেন।
গরমের কারণে মাঠে পানি ছিটানো হয় যাতে শিশুরা খালি পায়ে আনন্দ করতে পারে।
টেক্সাসের বান্ডেরায় একটি নয় মাসের নাইজেরিয়ান ডোয়ার্ফ ছাগল সেজেছিল দেশীয় সাজে।
অ্যামেরিকার জাতীয় পতাকার রঙের পোশাক এবং নেকলেস পরেন একজন।
টি শার্টে দেশের স্বাধীনতাকে আজীবন মনে রাখার প্রতিশ্রুতি।