বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চট্টগ্রাম বন্দরকে দেশের অর্থনীতির ‘হৃদপিণ্ড’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, এই বন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত না করলে দেশের অর্থনীতির অগ্রগতি সম্ভব নয়।
প্রধান উপদেষ্টার চট্টগ্রাম সফরের বুধবার প্রথম কর্মসূচি হিসেবে চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কনটেইনার টার্মিনালে বন্দরের সক্ষমতা সম্পর্কে তার কাছে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
টার্মিনাল পরিদর্শনকালে ড. ইউনূস বলেন, ‘চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির হৃৎপিণ্ড। এটি দুর্বল হলে অর্থনীতির রক্ত সঞ্চালন হবে না। এই হৃৎপিণ্ডকে আমাদের প্রতিবেশীদের সঙ্গে সংযুক্ত করতে হবে।’
বন্দরের আধুনিকায়নের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানের বন্দরে উন্নীত করতে বিশ্বের সেরা বন্দর ব্যবস্থাপনা সংস্থাগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি বদলাতে হলে চট্টগ্রাম বন্দরই আমাদের আশা। এটি ছাড়া কোনো বিকল্প নেই।’
প্রধান উপদেষ্টা ড. ইউনূসের মতে, চট্টগ্রাম বন্দরের উন্নয়ন ও আধুনিকায়ন দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।