ইরানের অভিজাত ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, তারা ইসরায়েলের একটি সামরিক গোয়েন্দা কেন্দ্র এবং মোসাদের একটি অভিযান পরিকল্পনা কেন্দ্রে হামলা চালিয়েছে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি প্রকাশিত এক বিবৃতিতে এই দাবি করা হয়।
বিবৃতিতে বলা হয়, “ইসরায়েলের অভ্যন্তরে নির্দিষ্ট লক্ষ্যবস্তু চিহ্নিত করে সফলভাবে হামলা চালানো হয়েছে। এর মধ্যে রয়েছে একটি সামরিক গোয়েন্দা স্থাপনা এবং মোসাদের কৌশলগত অপারেশন হাব।”
এই দাবি এমন সময় সামনে এলো যখন ইসরায়েলি গণমাধ্যম জানায়, দেশটির মধ্যাঞ্চলীয় উপকূলীয় শহর হার্জলিয়ায় একটি স্পর্শকাতর স্থানে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। স্থানীয় সূত্রগুলো বলছে, নিশানা করা স্থানটি একটি উচ্চ নিরাপত্তাসম্পন্ন এলাকা, যেখানে গুরুত্বপূর্ণ নিরাপত্তা সংস্থার কার্যক্রম চলে।
আল-জাজিরার বরাতে জানা যায়, হামলার লক্ষ্যবস্তু ছিল একটি “স্পর্শকাতর কেন্দ্র”—যা সাধারণত সামরিক বা গোয়েন্দা কার্যক্রমের জন্য ব্যবহৃত হয়।
এই হামলা এবং পাল্টা প্রতিক্রিয়া মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইতোমধ্যেই ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত এক নতুন ধাপে প্রবেশ করেছে, যা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে বিপজ্জনক করে তুলছে।