লাইভে ছিলেন বিখ্যাত উপস্থাপক, হঠাৎ বিকট শব্দে কেঁপে উঠল চারপাশ

টিবিএন ডেস্ক

জুন ১৬ ২০২৫, ১৭:০০

বোমা হামলার সময় স্টুডিওতে থাকা উপস্থাপকের নাম সাহার ইমামি। তিনি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের সবচেয়ে বিখ্যাত উপস্থাপকদের একজন। ছবি: আইআরআইবি

বোমা হামলার সময় স্টুডিওতে থাকা উপস্থাপকের নাম সাহার ইমামি। তিনি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের সবচেয়ে বিখ্যাত উপস্থাপকদের একজন। ছবি: আইআরআইবি

  • 0

আইআরআইবি প্রকাশিত ফুটেজে দেখা যায়, সাহার ইমামি লাইভে থাকার সময় হঠাৎ বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি অফিসে সোমবার হামলা চালিয়েছে ইসরায়েল।

আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি হামলায় রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচার কর্মকাণ্ড বিঘ্নিত হয়। স্টুডিও ছেড়ে চলে যেতে দেখা যায় উপস্থাপককে।

আল জাজিরার সাংবাদিক দোরসা জাবারি জানান, বোমা হামলার সময় স্টুডিওতে থাকা উপস্থাপকের নাম সাহার ইমামি। তিনি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের সবচেয়ে বিখ্যাত উপস্থাপকদের একজন।

হামলার কিছুক্ষণ আগে ইমামিকে বলতে শোনা যায়, ‘মনোযোগ দিয়ে শোনেন, আপনারা যা শুনছেন, তা আক্রমণকারীর শব্দ। আপনারা সত্যকে আক্রমণকারীদের শব্দ শুনছেন।’

জাবারির মতে, এ ধরনের দৃশ্য অস্বাভাবিক।

তিনি বলেন, ‘এই টিভি চ্যানেল দেশটিতে সবচেয়ে বেশি দেখা হয়। কারণ ইরানের অভ্যন্তরে বিদেশি চ্যানেল নিষিদ্ধ।

‘এ কারণে বিদেশি মিডিয়া ও চ্যানেল দেখতে লোকজন স্যাটেলাইট ডিশ ব্যবহার করেন এবং এটি বেশির ভাগ সময়ে খুবই কষ্টকর। তাই এটি সাধারণ জনগণের কাছে সবচেয়ে অবারিত।’

কী দেখা গেল ফুটেজে

আইআরআইবি প্রকাশিত ফুটেজে দেখা যায়, সাহার ইমামি লাইভে থাকার সময় হঠাৎ বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়।

ইরানভিত্তিক সংবাদ সংস্থা মেহের জানায়, হামলার পর ফের সরাসরি সম্প্রচারে যোগ দেন উপস্থাপক সাহার ইমামি।

আইআরআইবিতে হামলার আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ‘ইরানের প্রপাগান্ডা ও উসকানির মুখপাত্র হারিয়ে যাওয়ার দ্বারপ্রান্তে। আশপাশের বাসিন্দাদের সরিয়ে নেওয়া শুরু হয়েছে।’

ইসরায়েল যে এলাকাটি খালি করতে বলেছিল, তার মধ্যে পড়েছে আইআরআইবির অফিসটি।

হামলার পর চ্যানেলটির সম্প্রচার আগের মতো চলছে।