হাউয কমিটির সামনে কোনো প্রশ্নের জবাব দেননি বাইডেনের চিকিৎসক

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুলাই ১০ ২০২৫, ১:১২ হালনাগাদ: ডিসেম্বর ৪ ২০২৫, ৯:০৬

ছবিঃ হোয়াইট হাউযের সাবেক চিকিৎসক কেভিন ও’কনর

ছবিঃ হোয়াইট হাউযের সাবেক চিকিৎসক কেভিন ও’কনর

  • 0

প্রেসিডেন্ট থাকাকালীন জো বাইডেনের মানসিক সুস্থতা ও শারীরিক সক্ষমতা নিয়ে হাউয কমিটির সামনে সাক্ষ্য দেননি হোয়াইট হাউযের সাবেক চিকিৎসক কেভিন ও’কনর।

প্রেসিডেন্টের দায়িত্ব পালনের জন্য বাইডেনের মানসিক সুস্থতা ও শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন অনেক রিপাবলিকান নেতা। বিশেষ করে কয়েকটি আইনে বাইডেনের অটোপেনে সই করার খবরে তার মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন ওঠে। সেসময় হোয়াইট হাউযের চিকিৎসক হিসেবে বাইডেনের স্বাস্থ্য পরীক্ষা-নীরিক্ষা ও চিকিৎসার দায়িত্ব পালন করেন ডক্টর কেভিন ও’কনর। এছাড়া, ২০২৪ সালের নির্বাচন থেকে বাইডেনের সরে যাওয়ার সিদ্ধান্ত পরিস্থিতি আরো উসকে দেয়। সাবেক প্রেসিডেন্টের সুস্থতা নিয়ে ডক্টর ও’কনর সঠিক তথ্য দেননি বলে অভিযোগ করে আসছিলেন রিপাবলিকানরা।

গত মাসে বাইডেনের সুস্থতা নিয়ে ডক্টর ও’কনরের অবস্থান তদন্তের নির্দেশ দেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এর ধারাবাহিকতায় ও’কনরকে হাজির হতে চিঠি দেয় হাউয ওভারসাইট কমিটি। তাতে সাড়া দিয়ে বুধবার হাউয কমিটির সামনে হাজির হন বাইডেনের সাবেক চিকিৎসক। তবে সংবিধানের পঞ্চম সংশোধনী অনুযায়ী কারো চাপের মুখে গোপন তথ্য প্রকাশ না করার অধিকারের কথা হাউয কমিটিকে জানান তিনি।

ডক্টর ও’কনরের এমন যুক্তি দেখানোয় ক্ষুব্ধ হাউয ওভারসাইট কমিটির চেয়ারম্যান ও কেন্টানির রিপাবলিকান কংগ্রেস সদস্য জেমস কোমার। সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন তিনি। পঞ্চম সংশোধনী দেখিয়ে ও’কনরের এমন আচরণে কোনো ষড়যন্ত্র থাকার আশঙ্কা জানান জেমস কোমার। তিনি বলেন, এসব তথ্য গোপন ডক্টর ও’কনর আগুনে ঘি ঢালছেন। বিষয়টি নিয়ে দেশের মানুষ উদ্বিগ্ন, প্রত্যেকেই সত্যিটা জানতে চায় বলেও মনে করেন কংগ্রেসম্যান।

তবে বিষয়টি নিয়ে হাউয কমিটি তদন্ত অব্যাহত রাখবে এবং আরো কয়েকজনকে সাক্ষ্য দেয়ার জন্য তলব করা হবে বলেও জানান জেমস কোমার।

তবে ডক্টর ও’কনের পঞ্চম সংশোধনী ব্যবহারের বিষয়ে সমর্থন জানিয়েছেন টেক্সাসের ডেমোক্র্যাটিক হাউয সদস্য ওভারসাইট কমিটির র‍্যাংকিং মেম্বার জেসমিন ক্রকেট। তিনি বলেন, কারো চাপের মুখে কোনো প্রশ্নের উত্তর না দেয়ার অধিকার সবার আছে। এটি সাংবিধানিক আইন, যা জেনে নিতে জেমস কোমারের প্রতি আহ্বান জানান ক্রকেট।