অভিবাসী আইন কঠিন করে আরও ৩ নির্বাহী আদেশে ট্রাম্পের সই

টিবিএন ডেস্ক

এপ্রিল ২৯ ২০২৫, ১২:১৫

ছবি: রয়টার্স

ছবি: রয়টার্স

  • 0

দ্বিতীয় দফায় ক্ষমতায় আরোহণের শততমদিন সামনে রেখে অভিবাসী আইন কঠিন করে আরো তিনটি নির্বাহী আদেশে সই করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সোমবার হোয়াইট হাউযে সই করা আদেশগুলোর মধ্যে অন্যতম শরণার্থী বিতাড়নে বাধা দিলে সরকারি কর্মকর্তাদেরও আইনের আওতায় আনা।

দ্বিতীয় দফায় ক্ষমতায় আরোহণের শততমদিন সামনে রেখে অভিবাসী আইন কঠিন করে আরো তিনটি নির্বাহী আদেশে সই করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউযে সোমবার সই করা আদেশগুলোর মধ্যে অন্যতম শরণার্থী বিতাড়নে বাধা দিলে সরকারি কর্মকর্তাদেরও আইনের আওতায় আনা।

এজন্য অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডিকে নির্দেশনা দেয়া হয়েছে। বিশেষ করে স্যাঙ্কচুয়ারি খ্যাত সিটিগুলো চিনহিতো করে এসব জায়গায় ফেডারেল তহবিল স্থগিতে ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে। এছাড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও ট্রাক ড্রাইভারদের ইংরেজি দক্ষতা বাধ্যতামূলক করে নির্বাহী আদেশ জারি করেছেন ট্রাম্প।

সিবিএস নিউযের জরিপ বলছে, সীমান্ত কিংবা অভিবাসন সংকট মোকাবেলায় ট্রাম্পের ওপর থেকে জনগণের আস্থা নাটকীয়ভাবে কমেছে। যেভাবে ট্রাম্প অবৈধ অভিবাসী বিতাড়নেপদক্ষেপে নিয়েছেন,তাকে৪৯শতাংশ মানুষ সঠিক মনে করছে।

এছাড়া সাম্প্রতিক সবগুলো জরিপেই প্রেসিডেন্টের প্রতি জনরায় ৪০ শতাংশের কোঠায়। অভিবাসন এবং অর্থনীতি যেই দুটো সংকট উত্তরণে ম্যান্ডেট পেয়ে ক্ষমতায় এসেছেন ট্রাম্প। দুটোতেই নাগরিকরা ভীষণ হতাশ।

এজন্য অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডিকে নির্দেশনা দেয়া হয়েছে। বিশেষ করে স্যাঙ্কচুয়ারি খ্যাত সিটিগুলো চিনহিতো করে, এসব জায়গায় ফেডারেল তহবিল স্থগিতে ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে।

এছাড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও ট্রাক ড্রাইভারদের ইংরেজি দক্ষতা বাধ্যতামূলক করে নির্বাহী আদেশ জারি করেছেন ট্রাম্প।

এদিকে এদিন সুপার বৌলের ৫৯তম আসরের চ্যাম্পিয়ন ফিলাডেলফিয় ঈগলসকে হোয়াইট হাউযে সংবর্ধনা দিয়েছেন ট্রাম্প।