মাদকের পরীক্ষায় ব্যর্থ রাবাদা চাইলেন ক্ষমা

টিবিএন ডেস্ক

মে ৩ ২০২৫, ২২:১২

সাউথ আফ্রিকার তারকা ফাস্ট বোলার কাগিসো রাবাদা।  ছবি: রয়টার্স

সাউথ আফ্রিকার তারকা ফাস্ট বোলার কাগিসো রাবাদা। ছবি: রয়টার্স

  • 0

এ মুহূর্তে ভারতে থাকা রাবাদা জানিয়েছেন, খেলায় ফিরতে মুখিয়ে আছেন তিনি।

মাদকের পরীক্ষায় ব্যর্থ হওয়ার কথা স্বীকার করে শনিবার ক্ষমা চেয়েছেন সাউথ আফ্রিকার তারকা ফাস্ট বোলার কাগিসো রাবাদা।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে গত মাসে সাউথ আফ্রিকায় গিয়েছিলেন এ বোলার।

রয়টার্স জানায়, বর্তমানে বিশ্ব টেস্ট বোলিং র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে থাকা রাবাদা অস্থায়ীভাবে মাঠের বাইরে থাকার কথা জানিয়েছেন, তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

২৯ বছর বয়সী এ পেসার এক মাস আগে আইপিএলের দল গুজরাট টাইটানস ছেড়ে দেশে ফিরে গিয়েছিলেন। সে সময় দলটি জানায়, তিনি একটি ‘ব্যক্তিগত গুরুত্বপূর্ণ বিষয়’ নিয়ে ব্যস্ত আছেন।

এ মুহূর্তে ভারতে থাকা রাবাদা জানিয়েছেন, খেলায় ফিরতে মুখিয়ে আছেন তিনি।

এখন পর্যন্ত আইপিএল বা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পক্ষ থেকে রাবাদার মাঠে নামার বিরুদ্ধে আনুষ্ঠানিক কোনো স্থগিতাদেশ দেওয়া হয়নি।