ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার ছাপানোসহ অন্যান্য মুদ্রণকাজে ২৩০ হাজার রিম কাগজ লাগবে। এতে ব্যয় ধরা হয়ে হয়েছে প্রায় ২৬০ মিলিয়ন টাকা।
নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ভোটের আগে প্রয়োজনীয় কাগজ কেনাকেটা ও মুদ্রণকাজ শেষ করতে তিন থেকে চার মাসের সময় লাগতে পারে। এ লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি বেশ জোরেশোরেই নিতে শুরু করেছে নির্বাচন কমিশন। ব্যালট পেপারসহ ২১ রকমের ফর্ম, ১৭ প্রকার প্যাকেট, ৫ ধরণের পরিচয়পত্র, আচরণবিধি, প্রতীকের পোস্টার, নির্বাচন পরিচালনা, প্রশিক্ষণ ম্যানুয়াল ও নির্দেশিকাসহ নানা রকমের কাগজ ছাপাতে হবে ইসিকে। যে কাজগুলো করে থাকে বিজি প্রেস।
মঙ্গলবার জাতীয় সংসদ এবং ইউনিয়ন পরিষদ ছাড়া স্থানীয় সব নির্বাচনের ব্যালট পেপার ও নির্বাচনী সামগ্রীর মুদ্রণ নিয়ে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরে এবং বিজি প্রেসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে ইসি।
এছাড়া আইন মন্ত্রণায়ের পাঠানো সংস্কার কমিশনের ১৬৬টি প্রস্তাবনার মধ্যে আশু বাস্তবায়নযোগ্য প্রস্তাবনাগুলোর বিষয়ে ৩০ এপ্রিল সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন।