
অ্যামেরিকার যে ন্যাশনাল পার্কগুলো ভোগে পর্যটক খরায়

টিবিএন ডেস্ক
ফেব্রুয়ারি ২৭ ২০২৪, ১৫:১৫

আলাস্কার গেইটস অফ দ্য আর্কটিক ন্যাশনাল পার্ক অ্যান্ড প্রিসার্ভ। ছবি: সংগৃহীত
- 0
অ্যামেরিকায় ১৫টি কম পরিদর্শন করা ন্যাশনাল পার্কের পাঁচটিই রয়েছে আলাস্কায়।
অ্যামেরিকায় সবচেয়ে কম পরিদর্শন করা পার্কটি হচ্ছে আলাস্কার ‘গেইটস অফ দ্য আর্কটিক ন্যাশনাল পার্ক অ্যান্ড প্রিসার্ভ’। এটি ফেয়ারব্যাঙ্কস থেকে ২০০মাইল উত্তরে ৮.৪ মিলিয়ন একরের বেশি অঞ্চল জুড়ে বিস্তৃত।
শীতকালে ওই অঞ্চলের তাপমাত্রা মাইনাস ৫০ ডিগ্রি ফারেনহাইটে নেমে যেতে পারে। পার্কটিতে ২০২৩ সালে মাত্র ১১ হাজার দর্শনার্থী ভ্রমণ করেন, যা ৬৩টি ন্যাশনাল পার্কের মধ্যে সবচেয়ে কম।
দ্বিতীয় সবচেয়ে কম পরিদর্শন করা ন্যাশনাল পার্ক ‘ন্যাশনাল পার্ক অফ অ্যামেরিকান সামোয়া’ অ্যামেরিকার মূল ভূখণ্ড থেকে প্রায় ৫ হাজার মাইল দূরে।
অ্যামেরিকায় ২০২৩সালে কম দর্শনার্থী ভ্রমণ করা কয়েকটি ন্যাশনাল পার্কের তালিকা তৈরি করেছে সিএনএন। ২০২৩ সালে কম পরিদর্শন করা অ্যামেরিকার কয়েকটি ন্যাশনাল পার্ক:










