অ্যামেরিকার যে ন্যাশনাল পার্কগুলো ভোগে পর্যটক খরায়

টিবিএন ডেস্ক

ফেব্রুয়ারি ২৭ ২০২৪, ১৫:১৫

আলাস্কার গেইটস অফ দ্য আর্কটিক ন্যাশনাল পার্ক অ্যান্ড প্রিসার্ভ। ছবি: সংগৃহীত

আলাস্কার গেইটস অফ দ্য আর্কটিক ন্যাশনাল পার্ক অ্যান্ড প্রিসার্ভ। ছবি: সংগৃহীত

  • 0

অ্যামেরিকায় ১৫টি কম পরিদর্শন করা ন্যাশনাল পার্কের পাঁচটিই রয়েছে আলাস্কায়।

অ্যামেরিকায় সবচেয়ে কম পরিদর্শন করা পার্কটি হচ্ছে আলাস্কার ‘গেইটস অফ দ্য আর্কটিক ন্যাশনাল পার্ক অ্যান্ড প্রিসার্ভ’। এটি ফেয়ারব্যাঙ্কস থেকে ২০০মাইল উত্তরে ৮.৪ মিলিয়ন একরের বেশি অঞ্চল জুড়ে বিস্তৃত।

শীতকালে ওই অঞ্চলের তাপমাত্রা মাইনাস ৫০ ডিগ্রি ফারেনহাইটে নেমে যেতে পারে। পার্কটিতে ২০২৩ সালে মাত্র ১১ হাজার দর্শনার্থী ভ্রমণ করেন, যা ৬৩টি ন্যাশনাল পার্কের মধ্যে সবচেয়ে কম।

দ্বিতীয় সবচেয়ে কম পরিদর্শন করা ন্যাশনাল পার্ক ‘ন্যাশনাল পার্ক অফ অ্যামেরিকান সামোয়া’ অ্যামেরিকার মূল ভূখণ্ড থেকে প্রায় ৫ হাজার মাইল দূরে।

অ্যামেরিকায় ২০২৩সালে কম দর্শনার্থী ভ্রমণ করা কয়েকটি ন্যাশনাল পার্কের তালিকা তৈরি করেছে সিএনএন। ২০২৩ সালে কম পরিদর্শন করা অ্যামেরিকার কয়েকটি ন্যাশনাল পার্ক:

সাউথ প্যাসিফিক মহাসাগরের টুটুইলাসহ তিনটি দ্বীপ জুড়ে বিস্তৃত ন্যাশনাল পার্ক অফ অ্যামেরিকান সামোয়া।
দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে পাঁচটি দ্বীপ নিয়ে গঠিত চ্যানেল আইল্যান্ড ন্যাশনাল পার্ক।

ফ্লোরিডায় অবস্থিত আইল্যান্ড পার্ক ড্রাই টর্টুগাস ন্যাশনাল পার্ক।
নেভাডার গ্রেট বেসিন ন্যাশনাল পার্কটি ১৩হাজার ৬৩ফুট হুইলার পিক, প্রাচীন ব্রিস্টেলকোন পাইন, প্রায় ৪০টি গুহাসহ গাছপালা ও প্রাণীর সুবিন্যস্ত আবাসস্থল।
টেক্সাসের গুয়াডালুপ মাউন্টেইন ন্যাশনাল পার্কটিতে কম উচ্চতার সল্ট বেসিন টিলাগুলো জিপসাম দানা দিয়ে গঠিত।
লেক সুপিরিয়রে অবস্থিত মিশিগানের আইল রয়্যাল ন্যাশনাল পার্কটি এপ্রিলের মাঝামাঝি থেকে অক্টোবরের শেষ পর্যন্ত খোলা থাকে।
কাটমাই ন্যাশনাল পার্ক অ্যান্ড প্রিসার্ভের ব্রুকস ফলস হচ্ছে আলাস্কার দর্শনার্থীদের জন্য একটি শীর্ষ দর্শনীয় স্থান। এখানে বাদামী ভাল্লুক দেখতে পাওয়া যায়।
৫০০হাজার ক্যারিবু আলাস্কার কোবুক ভ্যালি ন্যাশনাল পার্কের মধ্য দিয়ে প্রবাহিত কোবুক নদী ও অনিওন পোর্টেজে ভেসে বেড়ায়।
দক্ষিণ-পশ্চিম আলাস্কার আলাস্কা পেনিনসুলায় ৪ মিলিয়ন একর জুড়ে থাকা লেইক ক্লার্ক ন্যাশনাল পার্ক অ্যান্ড প্রিসার্ভ অ্যামেরিকার প্রত্যন্ত অঞ্চলগুলোর একটি।
প্রায় ২৩মিলিয়ন বছর আগে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের সময় ক্যালিফোর্নিয়ায় পিনাকেলস ন্যাশনাল পার্ক গঠিত হয়। এটির ঢালু গুহা ও সুউচ্চ পাহাড়ের চূড়া হাইকার ও পর্বতারোহীদের আকর্ষণ করে।

আলাস্কায় অবস্থিত র‍্যাংগেল সেইন্ট ইলিয়াস ন্যাশনাল পার্ক অ্যান্ড প্রিসার্ভ অ্যামেরিকার সবচেয়ে বড় ন্যাশনাল পার্ক।