ইউয়েফা ইউরোপা লিগে কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে ঘরের মাঠে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিল ম্যানচেষ্টার ইউনাইটেড। দলের হয়ে ১০ মিনিটে মানুয়েল উগার্তে এবং প্রথমার্ধের যোগ করা সময়ে দিয়াগো দালোত গোল করেন।
দ্বিতীয়ার্ধে দুই গোল পরিশোধ করে ম্যাচে সমতা আনে লিঁও। ৭১ মিনিটে লিঁওর কোরেটিন টোলিসো ও ৭৭ মিনিটে নিকোলাস তাগলিয়াফিকো গোল করেন।
নির্ধারিত ৯০ মিনিট শেষে স্কোর ২-২ সমতা থাকায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।
১০৪ মিনিটে ২১ বছর বয়সী লিওঁ তারকা রায়ান চেরকি এবং ১০৯ মিনিটে পেনাল্টি থেকে আলেকজান্দ্রে লাকাজেতের গোলে ম্যাচে ৪-২ ব্যবধানে এগিয়ে যায় সফরকারীরা।
এক সময় ইউনাইটেডের সামনে সমীকরণ দাঁড়ায় অন্তত টাই ব্রেকার নিশ্চিত করতে ৭ মিনিটে লাগবে দুই গোল।
তবে লিওঁকে স্তব্ধ করে ম্যাচের শেষ ৭ মিনিটে তিন গোলে অবিশ্বাস্য জয় পায় ইউনাইটেড। ১১৪ মিনিটে ব্রুনো ফার্নান্দেজ ও ১২০ মিনিটে কোভি মাইনো গোল করে ম্যাচে ৪-৪ সমতা ফেরান।
১২১ মিনিটে ম্যান ইউর জয় নিশ্চিত করেন হ্যারি ম্যাগুইরে। ৫-৪ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যান ইউ।
আগামী ২ মে সেমিফাইনালের প্রথম লেগে অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে খেলতে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড।