নিউ ইয়র্ক সিটির কুইন্সের একটি কোনায় শনিবার শুরুর সময়ে রক্তক্ষয়ী ঝগড়ার ঘটনায় তিনজনকে ছুরিকাঘাত করা হয়েছে, যার মধ্যে একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
বাহিনীটির ভাষ্য, সাউথ জ্যামাইকার সাটফিন বোলেভার্ড ও ১১২তম অ্যাভিনিউর কোনায় ঘটনার দিন রাত একটা ৫০ মিনিটে সহিংস ঝগড়ায় জড়িয়ে পড়েন ২৪ বছরের এক তরুণ ও ২৫ বছরের দুজন তরুণ।
ঘটনাস্থলে পুলিশ এসে ২৪ বছর বয়সী ভুক্তভোগীর পেটে ধারালো অস্ত্রের আঘাত দেখতে পায়। এ ছাড়া ২৫ বছর বয়সী দুই ভুক্তভোগীর উভয়ই ছুরিকাঘাতে আহত হন। তাদের একজনের দেহের বাম পাশে এবং অন্যজনের বুকে ছুরিকাঘাত করা হয়।
পুলিশের বরাতে এনওয়াই ডেইলি নিউজ জানায়, আহত তিনজনকেই জ্যামাইকা হসপিটালে নেওয়া হয়। সেখানে বুকে ছুরিকাহত তরুণটির মৃত্যু হয়।
ভুক্তভোগীর নাম তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। তার নাম তখনই প্রকাশ করা হয়নি। পুলিশ তার পরিবারের সদস্যদের শনাক্ত করার চেষ্টা করছে।
এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানায় পুলিশ।
তদন্তের স্বার্থে শনিবার ঘটনাস্থলের নজরদারি ফুটেজের সন্ধান করেছে পুলিশ, যা তাদের তদন্তে সহায়ক ভূমিকা রাখবে।