ক্রীড়াবিদদের সম্মানে তৈরি করা হবে বার্বি পুতুল

টিবিএন ডেস্ক

মে ২২ ২০২৪, ১১:৫২

ক্রীড়াবিদদের সম্মানে তৈরি হবে বার্বি পুতুল।ছবি: সংগৃহীত

ক্রীড়াবিদদের সম্মানে তৈরি হবে বার্বি পুতুল।ছবি: সংগৃহীত

  • 0

নতুন এক প্রকল্পের অংশ হিসেবে বুধবার টেনিস চ্যাম্পিয়ন ভিনাস উইলিয়ামস সহ আটজন ক্রীড়াবিদকে সম্মান জানাতে তাদের আদলে বার্বি পুতুল তৈরির ঘোষণা দিয়েছে অ্যামেরিকান খেলনা উৎপাদনকারী ব্র্যান্ড ম্যাটেল।

তালিকায় থাকা অন্য ক্রীড়াবিদের মধ্যে রয়েছেন, জিমন্যাস্ট রেবেকা আন্দ্রাদে ও আলেক্সা মোরেনো, ফুটবল খেলোয়াড় মেরি ফাউলার ও ক্রিস্টিন সিনক্লেয়ার।

এছাড়া বক্সার এস্টেল মোসেলি, সাঁতারু ফেদেরিকা পেলেগ্রিনি, প্যারাট্রায়াথলিট সুজানা রদ্রিগেজ এবং ট্র্যাক অ্যান্ড ফিল্ড স্প্রিন্টার ইওয়া স্ববোডার পুতুলও তৈরি করা হবে।

আরও পড়ুন: বাজারে ‘উইয়ার্ড বার্বি’ আনছে ম্যাটেল

সাতটি গ্র্যান্ড স্লাম একক শিরোপা জয়ী ভিনাস উইলিয়ামস বলেছেন, ‘আমার পুরো ক্যারিয়ার জুড়ে নিজের কাছে সৎ থেকেছি এবং বার্বির মিশন এই নীতির প্রতিধ্বনি করছে।’

ম্যাটেলের ক্রিস্টা বার্গার বলেন, ‘পরবর্তী প্রজন্মের মধ্যে আত্মবিশ্বাস, উচ্চাকাঙ্ক্ষা ও ক্ষমতায়ন বৃদ্ধিতে খেলাধুলার প্রভাব তুলে ধরাই ব্র্যান্ডটির উদ্দেশ্য।’