দেশজুড়ে আইসের (ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট) অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। লস অ্যাঞ্জেলেসে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায়, সেখানে ন্যাশনাল গার্ড মোতায়েনের হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ‘বর্ডার জার’ টম হোম্যান।
ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে শনিবারহোম্যান বলেন, ‘যেকোনো স্থানে বিক্ষোভকারীরা যদি সীমা লঙ্ঘন করেন, সরকারি কাজে বাধা দেন কিংবা সম্পদ ধ্বংস করেন, তাহলে তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি প্রয়োগ করা হবে।” তিনি আরও বলেন, “কোনো পরিস্থিতিতেই অবৈধ অভিবাসনবিরোধী অভিযান বন্ধ হবে না।’
লস অ্যাঞ্জেলেস শহরে শুক্রবার অবৈধ অভিবাসীদের উচ্ছেদে আইস কর্মকর্তারা অভিযান চালান। হিসপ্যানিক অধ্যুষিত একটি এলাকায় ঢোকার চেষ্টা করলে স্থানীয়দের তীব্র প্রতিরোধের মুখে পড়েন তারা। বিক্ষোভের মুখে আইস কর্মকর্তারা প্রায় কোণঠাসা হয়ে পড়েন। পরিস্থিতি সামাল দিতে পরে আরও বাহিনী পাঠানো হয়।
এই ঘটনার রেশ ছড়িয়ে পড়ে অন্যান্য শহরেও। শনিবার নিউ ইয়র্কের লোয়ার ম্যানহাটনে ফেডারেল প্লাজার সামনে বিক্ষোভ হয়। সেখানে পুলিশের (এনওয়াইপিডি) সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি ও সংঘর্ষ হয়। কমপক্ষে ১৭ জনকে আটক করা হয়েছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।
আইস কর্মকর্তাদের মুখ ঢাকা নিয়ে ডেমোক্র্যাট নেতারা সমালোচনা করছেন। জবাবে হোম্যান বলেন, ‘আমাদের কর্মকর্তারা মুখ ঢাকছেন কারণ তাদের পরিবার হুমকির মুখে রয়েছে।’