তৃতীয়বার প্রেসিডেন্ট হওয়া নিয়ে প্রশ্নের যে উত্তর দিলেন ট্রাম্প

টিবিএন ডেস্ক

প্রকাশিত: মে ৫ ২০২৫, ০:০২ হালনাগাদ: ডিসেম্বর ১ ২০২৫, ২৩:০৮

এনবিসির ‘মিট দ্য প্রেস’কে দেওয়া সাক্ষাৎকারের সময় প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ছবি: এনবিসি

এনবিসির ‘মিট দ্য প্রেস’কে দেওয়া সাক্ষাৎকারের সময় প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ছবি: এনবিসি

  • 0

অ্যামেরিকার সংবিধান অনুযায়ী তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার সুযোগ নেই, কিন্তু ট্রাম্প মাঝে মাঝেই এ সংক্রান্ত আলোচনাকে সামনে নিয়ে এসেছেন।

অ্যামেরিকার প্রেসিডেন্ট হতে তৃতীয়বারের জন্য প্রার্থিতা করবেন কি না, সে প্রশ্নের উত্তর দিয়েছেন ডনাল্ড ট্রাম্প।

এনবিসির ‘মিট দ্য প্রেস’কে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প তার ইচ্ছার কথা জানান। সাক্ষাৎকারটি প্রচার হয় রবিবার।

নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়, তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের বিষয়টিকে নাকচ করে দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

অ্যামেরিকার সংবিধান অনুযায়ী তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার সুযোগ নেই, কিন্তু ট্রাম্প মাঝে মাঝেই এ সংক্রান্ত আলোচনাকে সামনে নিয়ে এসেছেন।

সাক্ষাৎকারে নিজের উত্তরসূরি হিসেবে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও সেক্রেটারি অব স্টেইট মার্কো রুবিরও নাম উল্লেখ করেন ট্রাম্প।

প্রেসিডেন্ট জানান, তার উত্তরসূরি কে হবেন, এ নিয়ে বিতর্কের মধ্যে নিজেকে টেনে নিতে চান না তিনি।

ওই সময় ভ্যান্সকে ‘চমৎকার, উজ্জ্বল ব্যক্তি’ এবং রুবিকে ‘মহান’ আখ্যা দেন ট্রাম্প।

তিনি আরও বলেন, অনেক লোকই মহান, তবে সুনিশ্চিতভাবেই ভাইস প্রেসিডেন্ট (ভ্যান্স) এগিয়ে থাকবেন।

তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট হওয়া নিয়ে বিভিন্ন সময়ে কথা বলেছেন ট্রাম্প। চলতি বছরের মার্চে এ বিষয়ে ‘কৌতুক করছেন না’ বলে দাবি করেন তিনি।

ওই সময় ট্রাম্প বলেন, সংবিধানের ২২তম সংশোধনীকে পাশ কাটানোর বিভিন্ন উপায় আছে। ওই সংশোধনী অনুযায়ী, দুইবারের বেশি প্রেসিডেন্ট হতে পারবেন না কোনো ব্যক্তি।

গত মাসে ট্রাম্পের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ‘ট্রাম্প ২০২৮’ লেখা পণ্য বিক্রি শুরু হয়। কয়েকটিতে লেখা ছিল, ‘নিয়মগুলো পুনর্লিখন করো’।

এ ঘটনার পর ট্রাম্পের তৃতীয়বার প্রেসিডেন্ট পদে লড়া নিয়ে জল্পনা বাড়তে থাকে।

সর্বশেষ রবিবার সাক্ষাৎকারগ্রহীতা ক্রিস্টেন ওয়েলকার ট্রাম্পের কাছে এসব পণ্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অনেক মানুষই তাকে আরেক মেয়াদে দেখতে চান।

পরে আরেকবার প্রার্থিতার বিষয়টি নাকচ করে প্রেসিডেন্ট বলেন, ‘এটা এমন কিছু, যা আমার জানা মতে, আপনি করতে পাারেন না।’

ওই সময় ট্রাম্প বলেন, দুইবারের বেশি প্রেসিডেন্ট না হওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা সাংবিধানিক কি না, তা জানেন না তিনি।

তিনি বলেন, বড় ধরনের কোনো কিছু করতে পারে চার বছর সময় যথেষ্ট।