অ্যামেরিকা নয়, চীনের দিকে ঝুঁকছে জার্মানির ব্যবসায়ীরা

টিবিএন ডেস্ক

মে ২৪ ২০২৫, ১৩:২৮

কৌশলগতভাবে চীনের দিকে ঝুঁকছে জার্মান ব্যবসায়ীরা। প্রতীকী ছবি

কৌশলগতভাবে চীনের দিকে ঝুঁকছে জার্মান ব্যবসায়ীরা। প্রতীকী ছবি

  • 0

বিশ্ব রাজনীতির পালাবদল ও ট্রাম্প প্রশাসনের অস্থিতিশীল শুল্ক নীতির কারণে জার্মান ব্যবসায়ীরা যেখানে কৌশলগতভাবে চীনের দিকে ঝুঁকছেন।

ট্রাম্প প্রশাসনের অস্থিতিশীল শুল্ক নীতির কারণে বিভিন্ন পণ্য আমদানির ক্ষেত্রে চীনের দিকে ঝুঁকছে জার্মানির ব্যবসায়ীরা। গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন, চায়নায় জার্মান চেম্বার্স অব কমার্সের এক্সিকিউটিভ ডিরেক্টর অলিভার ওহমস।

তিনি জনান, অ্যামেরিকা যে শুল্ক যুদ্ধ শুরু করেছে, তাতে অন্য দেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কের উন্নয়নের কোন বিকল্প নেই। আর চীন যেহেতু বিশ্বের অন্যতম অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশ তাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করলে দুই দেশই লাভবান হবে।

অ্যামেরিকায় জার্মানির যে সব প্রতিষ্ঠান কার্যক্রম পরিচালনা করছে, তাদের জন্যও সরে আসার বিষয়টি ভেবে দেখা উচিৎ।

তিনি মনে করেন, বিশ্ব বানিজ্যে অ্যামেরিকা যে অস্থিতিশীলতা সৃষ্টি করেছে, তা অনিশ্চয়তা তৈরি করবে এবং অনিশ্চয়তা বিনিয়োগের সিদ্ধান্তকে মারাত্মকভাবে প্রভাবিত করে।

তবে জার্মান সরকারের একটি অংশ ও ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকরা এই প্রবণতা নিয়ে উদ্বিগ্ন। তাদের মতে, চীনের সঙ্গে অতিরিক্ত নির্ভরশীলতা ভবিষ্যতে রাজনৈতিক ও কৌশলগত ঝুঁকি তৈরি করতে পারে।

জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক বলেছেন, ‘অর্থনীতির পাশাপাশি আমাদের মূল্যবোধের বিষয়টিও বিবেচনায় রাখতে হবে।’