যিম্বাবুয়েকে ইনিংস ও ১০৬ রানে হারাল বাংলাদেশ

টিবিএন ডেস্ক

এপ্রিল ৩০ ২০২৫, ১৩:৩৯

সেঞ্চুরির পর বল হাতেও মেহেদি হাসান মিরাজের নেন ৫ উইকেট। ছবি: এএফপি

সেঞ্চুরির পর বল হাতেও মেহেদি হাসান মিরাজের নেন ৫ উইকেট। ছবি: এএফপি

  • 0

সিলেটে প্রথম টেস্টে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জিম্বাবুয়ের কাছে ৩ উইকেটে হেরে গিয়েছিল বাংলাদেশ। যে হার নিয়ে হয়েছে প্রবল সমালোচনা। তবে দ্বিতীয় টেস্টে ইনিংস ও ১০৬ রানে যিম্বাবুয়েকে হারিয়েছে টাইগাররা।

দুই ম্যাচের টেস্ট সিরিযের দ্বিতীয় ও শেষ টেস্টে যিম্বাবুয়েকে ইনিংস ও ১০৬ রানে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ। সিরিযের প্রথম টেস্ট ৩ উইকেটে জিতেছিল যিম্বাবুয়ে। ফলে দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ হল। চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ২২৭ রান করে যিম্বাবুয়ে।

জবাবে সাদমান ইসলাম ও মেহেদি হাসান মিরাজের জোড়া সেঞ্চুরিতে সব উইকেট হারিয়ে ৪৪৪ রান করে বাংলাদেশ। প্রথম ইনিংস থেকে ২১৭ রানের লিড পায় বাংলাদেশ। সাদমান ১২০ ও মিরাজ ১০৪ রান করেন।

প্রথম ইনিংসে ২১৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করে ম্যাচের তৃতীয় দিন ১১১ রানে অলআউট হয়ে ম্যাচ হারে যিম্বাবুয়ে। বল হাতে বাংলাদেশের মিরাজ ৩২ রানে ৫ উইকেট নেন।