কাতার সফরের সময় বৃহস্পতিবার টেক জায়ান্ট অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুকের একটি সিদ্ধান্তের বিষয়ে অসন্তোষের কথা জানান ডনাল্ড ট্রাম্প।
বক্তব্যে অ্যাপল সিইওর প্রতি অসন্তোষের কারণও জানান অ্যামেরিকার প্রেসিডেন্ট।
ট্রাম্প বলেন, “গতকাল (বুধবার) টিম কুকের সঙ্গে ছোট একটি সমস্যা হয়েছে আমার। আমি তাকে বললাম, ‘টিম, আপনি আমার বন্ধু। আমি আপনার সঙ্গে খুব ভালো আচরণ করি। আপনি ৫০০ বিলিয়ন ডলার (বিনিয়োগ) নিয়ে আসছেন।’”
টিমের উদ্দেশে ট্রাম্প আরও বলেন, ‘…এখন আমি শুনছি, আপনি সব ভারতে নির্মাণ করছেন, আমি চাই না আপনি ভারতে নির্মাণ করুন।’
চীনের ওপর অ্যামেরিকার চড়া শুল্ক বৃদ্ধির পরিপ্রেক্ষিতে আইফোন উৎপাদন চীন থেকে সরিয়ে ভারতে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অ্যাপল। এমন বাস্তবতায় উল্লিখিত মন্তব্য করেন ট্রাম্প।
অ্যাপল জানিয়েছে, ট্রাম্প আরোপিত শুল্কের ফলে এ প্রান্তিকে তাদের উৎপাদন খরচে আরও ৯০০ মিলিয়ন ডলার যোগ হতে পারে।
প্রতিষ্ঠানটির সিইও চলতি মাসের শুরুতে বিশ্লেষকদের জানান, অ্যামেরিকায় বিক্রি হওয়া বেশির ভাগ আইফোন তৈরির দেশ হতে যাচ্ছে ভারত।