ভারতে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২৭৭

টিবিএন ডেস্ক

আগস্ট ১ ২০২৪, ১৪:১৫

ভূমিধসে ক্ষতিগ্রস্থ অঞ্চলে চলছে উদ্ধার কার্যক্রম। ছবি: সংগৃহীত

ভূমিধসে ক্ষতিগ্রস্থ অঞ্চলে চলছে উদ্ধার কার্যক্রম। ছবি: সংগৃহীত

  • 0

কেরালার ওয়ানাদ জেলার পার্বত্য অঞ্চলের ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২৭৭ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে রাজ্য কর্মকর্তারা।

কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন নিশ্চিত করেছেন, ভূমিধসে আরও অন্তত ২৪০ জন নিখোঁজ রয়েছেন এবং ক্ষতিগ্রস্থ এলাকা থেকে দেড় হাজারেরও বেশি লোককে উদ্ধার করা হয়েছে।

কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী দুর্যোগস্থল পরিদর্শনে গিয়েছেন। তারা সেখানে ত্রাণ শিবির এবং মেডিকেল কলেজ পরিদর্শন এবং ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর সঙ্গে দেখা করবেন।

ওয়ানাডের সিভিল স্টেশনের এপিজে আবদুল কালাম মেমোরিয়াল হলে সংকট নিয়ে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ওয়ানাদে একটি সর্বদলীয় বৈঠকের সভাপতিত্ব করেন।

মুখ্যমন্ত্রী উদ্ধারকাজে সহায়তার জন্য যন্ত্রপাতি আনার ক্ষেত্রে যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হতে হয়েছিল তাও উল্লেখ করেন।

আরও পড়ুন: ভারতে ভূমিধসে নিহত বেড়ে ১৬৬

উদ্ধারকাজে গতি আনতে ইতোমধ্যে মুন্ডাক্কাইয়ে একটি বেইলি ব্রিজ নির্মাণ করেছে সেনাবাহিনী।

মুখ্যমন্ত্রী বিজয়ন আরও উল্লেখ করেছেন, ওয়ানাডে ৪৫ টি ত্রাণ শিবির স্থাপন করা হয়েছে, যেখানে তিন হাজারের বেশি বাস্তুচ্যুত ব্যক্তিকে আশ্রয় দেয়া হয়েছে।

রাজ্য পুলিশের শীর্ষ কর্মকর্তা এম আর অজিত কুমার বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘ভূমিধসের বেশিরভাগই পাহাড়ের উঁচু ঢালে হয়েছে, যা পরে নিচের উপত্যকায় গিয়ে পড়েছে।’


0 মন্তব্য

Do you like cookies? 🍪 We use cookies to ensure you get the best experience on our website. Learn more...