১৯৯৬ সালে তৈরি কালো গাউনের সঙ্গে মাথায় ফুলের তোড়ার অভিনব লুকে জেনডায়া। ছবি: সংগৃহীত
0
নিউইয়র্কের মিউজিয়াম অফ আর্টসে ৬ মে অনুষ্ঠিত হয়েছে মেট গালা নামে পরিচিত কস্টিউম ইনস্টিটিউটের বার্ষিক ফ্যাশন শো। ইংলিশ লেখক জেমস গ্রাহাম বেলার্ডের ‘দ্য গার্ডেন অফ টাইম’ থেকে অনুপ্রাণিত হয়ে এবারের পোশাকের থিম কোড বেছে নেয়া হয়।
থিমের সঙ্গে মিল রেখে বদলে ফেলা হয়েছে চিরচেনা রেড কার্পেটকে। এবারে মেটগালায় তারকারা হেঁটেছেন সবুজ কার্পেটে। সবুজ কার্পেটে তারকারা থিম অনুযায়ী ফুল, পাপড়ি, পাতা থেকে অনুপ্রাণিত হয়ে বেছে নিয়েছেন বিভিন্ন ব্র্যান্ডের ইউনিক ও নজরকাড়া সব পোশাক।
মেট গালা ২০২৪ এর প্রতিপাদ্য ছিল ‘স্লিপিং বিউটি: রিঅ্যাওয়েকেনিং ফ্যাশন’। এক নজরে দেখে নেয়া যাক এবারের মেট গালায় তারকাদের আকর্ষণীয় সব পোশাক:
সিডনি সুইনি: কালো রঙয়ের ডালপালা সহ পাউডার নীল মিউ মিউ গাউনের সঙ্গে ল্যাটেক্স গ্লাভসে পুরো ইভেন্ট জুড়ে উজ্জ্বল ছিলেন সিডনি।
ডুয়া লিপা: মার্ক জ্যাকবসের পোশাকে এবারের সবুজ কার্পেটে আসেন ডুয়া লিপা। লেসি অল ব্ল্যাক পোষাকের সঙ্গে গলায় ছিল মানানসই বেডজড বেলি চেইন। হাতে নেটের পোলকা ডটের গ্লাভস ও কাঁধে ছিল লম্বা কালো ফেদারের বোয়া।
ব্যাড বানি: ব্যাড বানি নামে পরিচিত পুয়ের্তো রিকোর র্যাপার বেনিটো আন্তোনিও মার্টিনেজ এসেছিলেন ম্যাসন মার্জিয়েলা ব্র্যান্ডের স্যুটে। হাতে ছিল স্যুটের সঙ্গে মিল রেখে কালো রঙের ফুল।
আরিয়ানা গ্র্যান্ডে: আরিয়ানা মেট গালায় বেছে নিয়েছেন সাদা লোওয়ে গাউন।
গিগি হাদিদ: মেট গালার পরিচিত মুখ গিগি। এবারের ইভেন্টে হলুদ গোলাপের প্যাটার্নের সাদা থম ব্রাউন গাউনে এসেছেন গিগি। প্রায় ৭০ জনের একটি দল ১৩,৫০০ ঘণ্টারও বেশি সময় ধরে গাউনটি তৈরি করেন।
জেনিফার লোপেজ: মেট গালার কো- চেয়ারের দায়িত্বে থাকা জেনিফার লোপেজ পরেছেন স্ট্র্যাপলেস শিয়ার শিয়াপারেলি ক্যুচার গাউন। ২.৫ মিলিয়নেরও বেশি সিলভার বাগেল ও পুঁতি দিয়ে তৈরি গাউনটি তৈরি করতে ৮০০ ঘণ্টা সময় লেগেছে।
কিম কারডাশিয়ান: জন গ্যালিয়ানোর পোশাকের সঙ্গে পাতা ও ফুলের লেইস ট্রিমে কারডাশিয়ান ছিলেন অন্যান্য। পোশাকের সঙ্গে মিল রেখে কাঁধে ছিল ধূসর কার্ডিগান।
জেনডায়া: এবারের মেট গালায় কো- চেয়ারের দায়িত্বে ছিলেন জেনডায়া।ইভেন্টে দুবার হাজির হয়েছেন ডুন: পার্ট টু এর অভিনেত্রী। জন গ্যালিয়ানোর এমারাল্ড গ্রিন ও নীল পোশাকে স্পট লাইটে ছিলেন তিনি।