বিখ্যাত ফ্যাশন ডিজাইনারদের নকশায় নজরকারা পোশাকে এসএজি রেড কার্পেটে হাজির হয়েছেন মার্গো রবি থেকে শুরু করে এমা স্টোন, সেলিনা গোমেসের মতো তারকারা।
একনজরে দেখে নেয়া যাক রেড কার্পেটের সেরা কিছু লুক:
পালকযুক্ত স্ফটিক এমব্রয়ডারি করা একটি লুই ভুইটন গাউনে এমা স্টোন।
চকচকে অ্যাটেলিয়ার ভারসাচে গাউনে সেলিনা গোমেস।
নেভি পিনস্ট্রাইপ স্যুটে কিলিয়ান মারফি।
আইরিস ভ্যান হারপেনের ডিজাইন করা ঝাড়বাতি আকারের অলঙ্কৃত গাউনে অ্যালি ওং।
রেড কার্পেটে ক্যাজুয়াল লুকে পেদ্রো পাসকাল।
জর্জিয় আর্মানির ফ্লোরাল আইস ব্লু গাউনে এলিজাবেথ ডেবিকি।
ক্রিস্টিয়ান সিরিয়ানোর রাফলড গাউনে ড্যানিয়েল ব্রুকস।
এলি সাবের ডিজাইন করা গাউনে রিস উইদারস্পুন।