নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার প্রতিশ্রুতি কামালার

টিবিএন ডেস্ক

অক্টোবর ৩১ ২০২৪, ০:৫২

ডেমোক্র্যাটিক প্রার্থী কামালা হ্যারিস। ছবি: সংগৃহীত

ডেমোক্র্যাটিক প্রার্থী কামালা হ্যারিস। ছবি: সংগৃহীত

  • 0

প্রেসিডেন্ট নির্বাচিত হলে নিত্যপণ্যের দাম সবার নাগালে আনার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেয়ার প্রতিশ্রুতি দিলেন ডেমোক্র্যাটিক প্রার্থী কামালা হ্যারিস।

বুধবার পেনসিলভেনিয়ার হ্যারিসবার্গে এক নির্বাচনি সমাবেশে, মধ্যবিত্তদের জন্য স্বপ্নের বাড়ি, স্বাস্থ্যসেবা ও চাইল্ডকেয়ারের মতো সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি।

নির্বাচনে ডনাল্ড ট্রাম্পের তৈরি করা ঘৃণার পাতা উল্টে নতুন অধ্যায়ের সূচনা করতে ভোটারদের প্রতি আহ্বান জানান ভাইস প্রেসিডেন্ট।

ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস বলেছেন, তিনি গণতন্ত্রের জন্য লড়াই করছেন। সব নাগরিকের তাদের অধিকারের বিষয়ে কথা বলার অধিকার আছে, আর সে অধিকার নিশ্চিত করতেই এখন তিনি কথা বলছেন। এখন দেশে নতুন প্রজন্মের নেতৃত্ব প্রয়োজন বলেও জানান এ প্রেসিডেন্ট প্রার্থী।

প্রেসিডেন্টের দায়িত্ব পেলে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে আনার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেয়ার প্রতিশ্রুতি দেন কামালা। বাড়ির মালিক হওয়া, মেডিকেয়ার, চাইল্ড কেয়ারের মতো সব নাগরিক সুবিধা নিশ্চিত করতে তিনি কাজ করবেন বলে জানান ভাইস প্রেসিডেন্ট।

সমাবেশে স্বাস্থ্যসেবা পাওয়া অধিকার কোনো নাগরিক সুবিধা নয়, একে মানবাধিকার হিসেবে আখ্যায়িত করেন ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থী।

ট্রাম্পের করনীতির কারণে মধ্যবিত্ত ও শ্রমিক পরিবারের জন্য ৪ হাজার ডলার বাড়তি খরচ করতে হয়েছে। ট্রাম্প অতি ধনীদের ট্রিলিয়ন ডলারের কর মওকুফ করায় মধ্যবিত্ত পরিবার বিপাকে পড়েছে বলে দাবি করেন কামালা। ট্রাম্পের এমন নীতি থেকে বাঁচতে চাইলে ডেমোক্র্যাটদের ভোট দেয়ার আহ্বান জানান ভাইস প্রেসিডেন্ট।

তিনি নির্বাচনে জয় পেলেই প্রথম কাজ হিসেবে তার কি কি করতে হবে এর তালিকা তৈরি করবেন। অন্যদিকে, ট্রাম্প জয় পেলে প্রথমেই তার শত্রুদের তালিকা করে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে শুরু করবেন বলে আশঙ্কা জানান কামালা হ্যারিস।

নির্বাচিত হলে ট্রাম্প পেনসিলভেনিয়াসহ পুরো দেশে গর্ভপাতের অধিকার নিষিদ্ধ করবেন। জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ন্ত্রণ করবেন, আইভিএফ চিকিৎসা হুমকিতে ফেলবেন বলে মনে করেন কামালা হ্যারিস। এমনকি ট্রাম্প নারীদের গর্ভধারণের বিষয়ে নজরদারী করবেন, এমনটাই প্রজেক্ট টোয়েন্টি টোয়েন্টিতে উল্লেখ আছে বলে দাবি করেন ভাইস প্রেসিডেন্ট।

সবশেষে দল ও নিজের ওপর দেশ ও দেশের মানুষকে প্রাধান্য দেয়ার প্রতিশ্রুতি দেন কামালা হ্যারিস। একইসঙ্গে সকল নাগরিকের প্রেসিডেন্ট হওয়ার অঙ্গীকার করেন তিনি।