ইরানে ভারতীয় দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়, ‘ইরানে বর্তমানে যে নিরাপত্তা পরিস্থিতি বিরাজ করছে, তাতে ভারতীয় নাগরিকদের অনতিবিলম্বে দেশ ছাড়ার পরামর্শ দেওয়া হচ্ছে। যারা এখনো বিমান টিকিট সংগ্রহ করতে পারেননি বা নিরাপদভাবে বের হতে পারছেন না, তারা দূতাবাসের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করুন।’
তেহরান, ইসফাহান ও মাশহাদের মতো শহরগুলোতে বসবাসরত বহু ভারতীয় শিক্ষার্থী, শ্রমিক ও ব্যবসায়ী ইতিমধ্যে ভয়াবহ নিরাপত্তাহীনতায় ভুগছেন। একাধিক ভারতীয় শিক্ষার্থী জানান, তাদের এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে, রাস্তাঘাট ফাঁকা, আর যেকোনো সময় বিমানবন্দর বন্ধ হয়ে যেতে পারে এই আশঙ্কায় তারা দিশেহারা।
তেহরান থেকে এক ভারতীয় শিক্ষার্থী জানান, ‘আমরা খুবই ভয় পাচ্ছি। ভারতীয় দূতাবাস বলেছে দেশে ফিরে যেতে, কিন্তু ফ্লাইট পাচ্ছি না। রাস্তাও নিরাপদ না। আমরা কীভাবে ফিরব?’
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং দূতাবাসের মাধ্যমে প্রবাসীদের সহায়তার চেষ্টা চলছে। যদিও এখন পর্যন্ত কোনও আনুষ্ঠানিক উদ্ধার অভিযান বা বিশেষ ফ্লাইট চালুর ঘোষণা দেওয়া হয়নি।
বিশ্লেষকরা বলছেন, ইরানের অভ্যন্তরীণ অস্থিরতা এবং আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে বিদেশিদের জন্য ঝুঁকি বেড়েই চলেছে। ভারতের মতো বড় প্রবাসী জনগোষ্ঠী থাকা দেশের জন্য এটি এক চরম কূটনৈতিক ও মানবিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
ভারতীয় নাগরিকদের দ্রুত নিরাপদে দেশে ফেরাতে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর দাবি উঠছে বিভিন্ন মহলে।