ট্রাম্পের শুল্ক ‘অনেক বেশি’, পণ্যের দাম বাড়াবে ওয়ালমার্ট

টিবিএন ডেস্ক

মে ১৫ ২০২৫, ২১:০৯

অ্যামেরিকার নিউ জার্সির নর্থ ব্রুনসউইকের একটি ওয়ালমার্ট স্টোরে ২০২০ সালের ২০ জুলাই মাস্ক পরা এক ক্রেতা। ছবি: রয়টার্স

অ্যামেরিকার নিউ জার্সির নর্থ ব্রুনসউইকের একটি ওয়ালমার্ট স্টোরে ২০২০ সালের ২০ জুলাই মাস্ক পরা এক ক্রেতা। ছবি: রয়টার্স

  • 0

চলতি মাসেই পণ্যের দাম বৃদ্ধি শুরু হবে বলে জানান ওয়ালমার্টের অর্থ বিভাগের প্রধান জন ডেভিড।

বিভিন্ন দেশ থেকে পণ্য আমদানির ওপর প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আরোপিত শুল্ক ‘অনেক বেশি’ মন্তব্য করে কিছু দ্রব্যের দাম বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছে বিশ্বের বৃহত্তম খুচরা পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্ট।

‘আমাদের (পণ্যের) দাম যতটা সম্ভব কম রাখার জন্য নিজেদের সর্বোচ্চ চেষ্টাটা করব আমরা, তবে শুল্কের উচ্চ হারের কারণে, এমনকি চলতি সপ্তাহে ঘোষিত হ্রাসপ্রাপ্ত স্তর অনুযায়ীও খুচরা স্বল্প লাভের বাস্তবতায় সব চাপ সহ্য করতে সক্ষম নই আমরা’, বৃহস্পতিবার বলেন ওয়ালমার্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডগ ম্যাকমিলন।

তিনি বলেন, ‘বাড়তি শুল্কের ফলে দামও বাড়বে।’

চীনের ওপর অ্যামেরিকান শুল্ক ইলেকট্রনিক সামগ্রী ও খেলনার দাম বাড়িয়েছে জানিয়ে ম্যাকমিলন বলেন, কোস্টারিকা, পেরু ও কলম্বিয়ার ওপর শুল্ক আরোপের ফলেও কিছু খাদ্যপণ্যের দাম বেড়েছে।

চলতি মাসেই পণ্যের দাম বৃদ্ধি শুরু হবে জানিয়ে ওয়ালমার্টের অর্থ বিভাগের প্রধান জন ডেভিড বলেন, ‘আমি উদ্বিগ্ন যে, ভোক্তারা বাড়তি মূল্য দেখা শুরু করতে যাচ্ছেন। আপনারা এটা (দ্রব্যমূল্য বৃদ্ধি) এ মাসের শেষের দিকে দেখা শুরু করতে পারেন এবং তারপর জুনে অবশ্যই অনেক বেশি।’