ফ্যাশন জগতের সবচেয়ে জাঁকজমকপূর্ণ রাত মেট গালা ২০২৪ এর রেড কার্পেটের থিম ঘোষণা করা হয়েছে। এ বছর মেট গালায় সহ-সভাপতির দায়িত্ব পালন করবেন হলিউড তারকা জেনডেয়া ও ক্রিস হেমসওয়ার্থ, পপস্টার জেনিফার লোপেজ ও হিপ হপ আর্টিস্ট ব্যাড বানি ।
আয়োজকেরা বৃহস্পতিবার ঘোষণা দিয়েছেন, আগামী ৬ মে এই অনুষ্ঠানের অফিসিয়াল ড্রেস কোড হচ্ছে ‘দ্য গার্ডেন অফ টাইম’। থিমটির শিরোনাম বৃটিশ লেখক জে জি ব্যালার্ডের লেখা ১৯৬২ সালের একটি ছোট গল্প থেকে নেয়া হয়েছে।
ব্যালার্ড, নিউ ওয়েভ সায়েন্স ফিকশনের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। তিনি প্রায়শই তার গল্পগুলোকে ইকোলজিক্যাল অ্যাপোক্যালিপস ও ক্রমবর্ধমান প্রযুক্তির সঙ্গে যুক্ত করেন।
ব্যালার্ডিয়ান থিমটি কস্টিউম ইনস্টিটিউটের প্রদর্শনী ‘স্লিপিং বিউটিস: রিওয়েকেনিং ফ্যাশন’ এর সঙ্গে সম্পৃক্ত। প্রদর্শনীটি ১০মে থেকে ২সেপ্টেম্বর পর্যন্ত মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টে চলবে।
এটিতে মেটের বিস্তৃত আর্কাইভ থেকে প্রায় ২৫০টি পণ্য ও পোশাক অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে অনেকগুলোই মঞ্চস্থ করার জন্য উপযুক্ত নয়।
কস্টিউম ইনস্টিটিউটের প্রধান কিউরেটর অ্যান্ড্রু বোল্টন ভোগ ম্যাগাজিনকে বলেন, ‘এটি প্রকৃতি ও ফ্যাশনের আবেগময় কাব্যিকতার প্রতিশ্রদ্ধাশীল। ফ্যাশনের সংবেদনশীল উপলব্ধি এই শোকে সক্রিয় করে তুলবে বলে আমি আশা করি।’
ভোগ ম্যাগাজিনের এডিটর-ইন-চিফ অ্যানা উইন্টারের পাশাপাশি এ বছরের সহ-সভাপতিদের কয়েকজন মেট গালায় প্রথম উপস্থিত হবেন। হেমসওয়ার্থ প্রথমবারের মতো এই ইভেন্টে উপস্থিত থাকবেন। তবে জেনডায়া বেশ কয়েকবার এই ইভেন্টে এসেছেন। সভাপতির দায়িত্বে রয়েছেন লোয়ের ক্রিয়েটিভ ডিরেক্টর জোনাথন অ্যান্ডারসন ও টিকটকের সিইও শোজি চিউ।