ইসরায়েলের সঙ্গে শুক্রবার থেকে শুরু হওয়া সংঘাতে ইরান হামলার কৌশল পাল্টাবে বলে মঙ্গলবার জানিয়েছেন দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা।
দেশটির সশস্ত্র বাহিনীর চিফস অব স্টাফ মেজর জেনারেল আবদুররহিম মুসাভি জানান, শুক্রবার থেকে ইরান যেসব অভিযান চালিয়েছে, সেগুলো ছিল কেবল প্রতিরোধমূলক সতর্কবার্তা। শাস্তিমূলক প্রকৃত অভিযান শিগগিরই শুরু হবে।
ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি-আইআরএনএ বা ইরনার প্রতিবেদনে জানানো হয়, বক্তব্যে সাংবাদিকদের ওপর হামলার বিষয়ে কথা বলেন মুসাভি।
তিনি বলেন, ফিলিস্তিনের গাজা ও লেবাননে প্রায় তিন শতাধিক সাংবাদিক হত্যার মাধ্যমে আন্তর্জাতিক স্বীকৃত সব আইন লঙ্ঘন করেছে ইসরায়েল সরকার। এবার তারা ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির সাংবাদিকদের ওপর আক্রমণ চালিয়েছে।
ইরানের রাজধানী তেহরানে আইআরআইবির সদরদপ্তরে সোমবার ইসরায়েলি হামলার প্রেক্ষাপটে এ মন্তব্য করেন তিনি।
ইসলামি প্রজাতন্ত্রটির শীর্ষ জেনারেল বলেন, দখলকৃত এলাকা, বিশেষ করে তেল আবিব ও হাইফার বাসিন্দাদের নিজেদের জীবন বাঁচাতে এসব এলাকা ছেড়ে চলে যেতে সতর্কবার্তা দেওয়া হচ্ছে, যাতে করে তারা নেতানিয়াহুর পশুবৃত্তিপূর্ণ খেয়ালের বলি না হন।
জেনারেল মুসাভি আরও বলেন, বিশ্বের মুক্তিকামী মানুষ নিশ্চিত থাকতে পারেন যে, মহান রাষ্ট্র ইরানের সশস্ত্র বাহিনী শহিদদের রক্তের বদলা নেবে।