ন্যাশনাল গার্ডের নিয়ন্ত্রণ নেওয়ার পাশাপাশি অভিবাসন আইন বাস্তবায়ন এজেন্টদের সুরক্ষায় বাহিনীটির সদস্যদের মোতায়েনের ঘটনায় ডনাল্ড ট্রাম্প প্রশাসনের নামে মামলা করবে ক্যালিফোর্নিয়া।
স্টেইটটির গভর্নর গ্যাভিন নিউসম সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে এ তথ্য জানান।
গভর্নরের ভাষ্য, অভিবাসন সংক্রান্ত সাম্প্রতিক অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ কার্যকরভাবে মোকাবিলা করছিল স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী। এমন পরিস্থিতিতে ন্যাশনাল গার্ডকে ডাকার কোনো দরকার ছিল না প্রেসিডেন্ট ট্রাম্পের।
দ্য নিউ ইয়র্ক টাইমস জানায়, ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথকে রবিবার লেখা এক চিঠিতে মামলার ইঙ্গিত দিয়েছিল নিউসমের অফিস।
চিঠিতে নিউসমের লিগ্যাল অ্যাফেয়ার্স সেক্রেটারি ডেভিড স্যাপ লিখেন, লস অ্যাঞ্জেলেসের মতো চলমান ও পরিবর্তনশীল পরিস্থিতিতে জীবন ও সম্পত্তি সুরক্ষায় সম্পদ ব্যবহারের প্রয়োজনীয়তা যাচাইয়ে সবচেয়ে উপযুক্ত হলো স্টেইট ও স্থানীয় কর্তৃপক্ষ। প্রকৃতপক্ষে যথাযথ প্রশিক্ষণ বা আদেশ ছাড়াই ন্যাশনাল গার্ড নিয়োগের সিদ্ধান্ত পরিস্থিতিকে মারাত্মকভাবে গুরুতর করার ঝুঁকি তৈরি করে।
ট্রাম্প শনিবার জানান, কমপক্ষে ৬০ দিনের জন্য অন্তত দুই হাজার ন্যাশনাল গার্ড সেনার ওপর ফেডারেল নিয়ন্ত্রণ আরোপ করছেন তিনি।