দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেয়ার পর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্যে গেলেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। চারদিনের এ সফরের প্রথম দেশ হিসেবে মঙ্গলবার সৌদি আরব যান তিনি।
সৌদি আরবের রাজধানী রিয়াদে অবতরণের পর প্রেসিডেন্ট ট্রাম্পকে উষ্ণ অভ্যর্থনা জানান সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান।
এছাড়াও বিমানবন্দরে ট্রাম্পকে অভিবাদন জানায় সৌদি আরবের সামরিক বাহিনীর একটি দল। এ সময় তাদের সালাম গ্রহণ করেন ট্রাম্প।
পরে যুবরাজ সালমানের সঙ্গে রিয়াদে রয়্যাল কোর্টে যান প্রেসিডেন্ট ট্রাম্প। সেখানে গার্ড অব অনার দেয় সৌদির রয়্যাল অশ্বারোহী বাহিনীর সদস্যরা। পরে ট্রাম্পকে গান স্যালুট দিয়ে অভিবাদন জানানো হয়।
রয়্যাল কোর্ট প্যালেসে ট্রাম্পের সফরসঙ্গী ও সৌদি কর্মকর্তাদের সঙ্গে পরিচয়পর্বের পর সেখানে যুবরাজ সালমানের সঙ্গে বৈঠকে বসেন প্রেসিডেন্ট।
অ্যামেরিকায় প্রায় ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প সৌদির এ বিনিয়োগ বাড়িয়ে এক ট্রিলিয়ন ডলারে উন্নীত করার আশা করছেন। এ বিষয়ে রিয়াদের সম্মতি আদায় করতেই তিনি সৌদি সফরে গিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এছাড়া ট্রাম্পের এ সফরে গাজার চলমান যুদ্ধ এবং সৌদি-ইসরায়েল সম্পর্ক উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনার কথাও রয়েছে।