ফেডারেল লেবার বোর্ড থেকে একজন ডেমোক্র্যাটিক সদস্যকে সরাতে বৃহস্পতিবার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে অনুমোদন দিয়েছে এক আপিল আদালত।
অন্যদিকে ডেমোক্র্যাটকে সরানো অবৈধ বিবেচনার পাশাপাশি তাকে পুনর্বহালে দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল করেছে ট্রাম্পের প্রশাসন।
রয়টার্স জানায়, ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া সার্কিটের আপিল আদালতের তিন বিচারকের প্যানেল ট্রাম্পের পক্ষে আদেশ দেন।
রায়ে বলা হয়, যে আইন ফেডারেল লেবার রিলেশন্স কর্তৃপক্ষ-এফএলআরএর সদস্যদের যেকোনো কারণে অপসারণ থেকে সুরক্ষা দেয়, সেটি নির্বাহী শাখা নিয়ন্ত্রণে ট্রাম্পের বিস্তৃত ক্ষমতা লঙ্ঘন করে থাকতে পারে।
এফএলআরএ থেকে সুই গ্রান্ডম্যানকে ফেব্রুয়ারিতে বরখাস্ত করেন ট্রাম্প। এরপর মার্চে দেওয়া রায়ে তাকে পুনর্বহালের আদেশ দেন ওয়াশিংটনে ডিস্ট্রিক্ট জাজ স্পার্কল সুকনানান।
হোয়াইট হাউসের নিয়ন্ত্রণের বাইরে স্বাধীন সত্তা হিসেবে এফএলআরএকে প্রতিষ্ঠা করে কংগ্রেস। এ কর্তৃপক্ষ ফেডারেল সংস্থাগুলোর সঙ্গে সেগুলোতে কর্মরত শ্রমিক সংঘগুলোর বিরোধ নিষ্পত্তিতে কাজ করে।
এফএলআরএ শ্রমিক সংঘগুলোর সঙ্গে দরকষাকষি করতে ফেডারেল সংস্থাগুলোকে আদেশ দিতে পারে। কিছু কিছু ক্ষেত্রে শ্রমিক সংঘভুক্ত কর্মীদের বরখাস্ত ঠেকাতেও পারে কর্তৃপক্ষটি।
গ্রান্ডম্যানকে ছাড়া এফএলআরএতে একজন ডেমোক্র্যাটিক এবং একজন রিপাবলিকান সদস্য থাকবেন। এর ফলে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে স্থবিরতা তৈরি হতে পারে।
আদালতের আদেশের বিষয়ে জানতে চাইলে হোয়াইট হাউস, এফএলআরএ কিংবা গ্রান্ডম্যানের আইনজীবীদের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।