ইরান কারো হুমকিতে মাথা নত করবে না: পেযেশকিয়ান

রিপোর্টঃ নিউয ডেস্ক

মে ১৫ ২০২৫, ১:৪৮

ছবিঃ সংগৃহীত

ছবিঃ সংগৃহীত

  • 0

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেযেশকিয়ান বলেছেন, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের হুংকারে ইরান ভয় পায় না, ইরান কারো কাছে মাথা নত করবে না।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেযেশকিয়ান বলেছেন, তার দেশ কারো ধমককে ভয় পায় না। প্রেসিডেন্ট ট্রাম্প মধ্যপ্রাচ্য সফরে ইরানকে নিয়ে যে মন্তব্য করেছেন, তাঁর জবাবে পেযেশকিয়ান বলেন, ‘আমরা কারো ধমকের সামনে মাথা নত করবো না। এটা শুধু আমার কথা নয়, সব নারী, তরুণ, অভিজাত কমিউনিটি এবং যারা উদ্যমী, তাদের কেউই কোনো শক্তির সামনে মাথা নত করবে না। ট্রাম্প ভেবেছেন, উনি এখানে এসে ধমক দিলেই, আমরা ভয় পেয়ে তাঁর আশ্বাসের সামনে নত হবো। আমরা আমাদের দেশের সম্মান নিয়ে কারো সাথেই ব্যবসা করবো না।‘

মধ্যপ্রাচ্যে বিরাজমান অস্থিতিশীলতা এবং গাযায় নারী ও শিশুসহ হাজার হাজার প্যালেস্টিনিয়ানের মৃত্যুর জন্য অ্যামেরিকাকে দায়ী করেন তিনি।

এদিকে, পরমাণু বিষয়ক সমঝোতার ক্ষেত্রে ইরান যে প্রস্তাব দিয়েছে সেগুলোকে অর্থহীন আখ্যা দিয়েছেন, সাবেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইযার জন বোল্টন।

এমএসএনবিসিকে বোল্টন বলেন, ইরান অভ্যন্তরীণ রাজনীতি নিয়েও অস্থিতিশীলতার মধ্যে দিয়ে যাচ্ছে, আবার আন্তর্জাতিকভাবেও ক্ষতির সম্মুখীন। এমন অবস্থায়, অ্যামেরিকাকে এসব প্রস্তাব দিয়ে, কালক্ষেপণ করতে চাইছে তারা।

গণমাধ্যমে, দ্য ইনসাইডারের এডিটর, মাইকেল উইস মনে করেন, ইরানের সাথে চুক্তির চেষ্টার মাধ্যমে, প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর মিত্র ইযরায়েলকে পরত্যাগ করছেন।

অন্যদিকে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনির সাবেক রাজনৈতিক ও সামরিক উপদেষ্টা, আলি শামখানি মনে করেন, আমেরিকা ও ইরানের মধ্যে চুক্তির জোরালো সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, ‘চুক্তি এখনও সম্ভব। তারা যা বলে আসলেই যদি তা করে, তবে তাদের সাথে আমাদের সম্পর্ক আরও ভালো হতে পারে।