আইনি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা
ট্রাম্প প্রশাসনের নামে বার অ্যাসোসিয়েশনের মামলা

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুন ১৬ ২০২৫, ২০:২৪ হালনাগাদ: ডিসেম্বর ১২ ২০২৫, ৩:৪১

হোয়াইট হাউসের সাউথ লন ছাড়ার আগে রবিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ছবি: দ্য ওয়াশিংটন পোস্ট

হোয়াইট হাউসের সাউথ লন ছাড়ার আগে রবিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ছবি: দ্য ওয়াশিংটন পোস্ট

  • 0

অ্যাসোসিয়েশনের ভাষ্য, আইনজীবীদের স্বাধীনতার প্রতি হুমকি হয়ে দাঁড়িয়েছেন ডনাল্ড ট্রাম্প। আদালতে তাকে চ্যালেঞ্জ করা ঠেকাতে তিনি আইনজীবীদের ভয়ভীতি দেখাচ্ছেন।

আইনি প্রতিষ্ঠানগুলোর ওপর প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞার ঘটনায় তার প্রশাসনের নামে সোমবার মামলা করেছে অ্যামেরিকান বার অ্যাসোসিয়েশন-এবিএ।

অ্যাসোসিয়েশনের ভাষ্য, আইনজীবীদের স্বাধীনতার প্রতি হুমকি হয়ে দাঁড়িয়েছেন ডনাল্ড ট্রাম্প। আদালতে তাকে চ্যালেঞ্জ করা ঠেকাতে তিনি আইনজীবীদের ভয়ভীতি দেখাচ্ছেন।

মামলার অভিযোগে বলা হয়, এবিএর সদস্য, তাদের পেশা ও আইনের শাসনের পক্ষে দাঁড়ানোর প্রয়োজন এত জরুরি হয়নি কখনও।

চলতি বছর বেশ কিছু নির্বাহী আদেশ দিয়ে আইনি পেশায় হইচই লাগিয়ে দেন ট্রাম্প। তার এসব আদেশের মাধ্যমে কিছু আইনি প্রতিষ্ঠানকে শাস্তি দেওয়া হয়। একই ধরনের সাজা এড়াতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে চুক্তি করে কিছু প্রতিষ্ঠান।

দ্য ওয়াশিংটন পোস্ট জানায়, ট্রাম্পের আদেশ চ্যালেঞ্জ করে মামলা করে চারটি আইনি অনুষ্ঠান। এর মধ্যে ট্রাম্পের তিনটি আদেশ আটকে দিয়েছেন বিচারকরা।

চতুর্থ মামলাটি করে আইনি প্রতিষ্ঠান সুসম্যান গডফ্রে। এটি আদালতে নিষ্পত্তির অপেক্ষায় থাকলেও ট্রাম্প প্রশাসন আরোপিত সাজার অধিকাংশই সাময়িকভাবে স্থগিত করেছেন বিচারক।

এদিকে নামী ৯ আইনি প্রতিষ্ঠানের সঙ্গে ট্রাম্পের চুক্তি এসব প্রতিষ্ঠান সংশ্লিষ্ট এবং দেশের বিভিন্ন প্রান্তের অনেক অ্যাটর্নিকে ক্ষুব্ধ করেছে।