
গাড়ির যন্ত্রাংশে কিছু শুল্ক ছাড় দিয়ে দুটি নির্বাহী আদেশে ট্রাম্পের সই

টিবিএন ডেস্ক
এপ্রিল ৩০ ২০২৫, ১০:২০

ফাইল ছবি
- 0
গাড়ির যন্ত্রাংশে কিছু শুল্ক ছাড় দিয়ে দুটি নির্বাহী আদেশে সই করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট ছেড়ে মিশিগানে যাওয়ার পথে এয়ারফোর্স ওয়ানে দুটি আদেশে সই করেন তিনি।
দ্বিতীয় দফায় ক্ষমতায় আরোহণের শততমদিনে মঙ্গলবার মিশিগানে ডিট্রিয়টের বাইরে ম্যাকম্ব কাউন্টিতে একটি র্যালিতে অংশ নিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এই কাউন্টি থেকে নভেম্বরের নির্বাচনে ১৪ পয়েন্ট বেশি পেয়ে জয় পেয়েছেন তিনি। তাই নিজের অর্থনীতিক পরিকল্পনা তুলে ধরার স্থান হিসেবে ম্যাকম্বকেই বেছে নেন ট্রাম্প।
এর আগে ট্রাম্প বলেন, কিছু ক্ষেত্রে যাতে দ্রুত যন্ত্রাংশ পাওয়া যায়, সেই লক্ষ্যে অটো শিল্পের সহায়তায় ওই উদ্যোগ নিয়েছেন তিনি। তবে এখনো নির্বাহী আদেশগুলোর বিষয়ে ধোঁয়াশা রয়েছে বলে মনে করেন বর্ষীয়ান ডেমোক্র্যাটিক কংগ্রেসওম্যান ডেবি ডিঙ্গেল। তাঁর মতে শুল্কারোপ অটোশিল্পে অস্থিরতা তৈরি করেছে। ফোর্ড মোটর কোম্পানির সাবেক প্রেসিডেন্ট এবং সিইও মার্ক ফিল্ডস সিএনবিসিকে জানিয়েছেন, ট্রাম্পের উদ্যোগের সবচেয়ে বেশি সুফল পাবে টেসলা।
মিশিগান অ্যামেরিকার অটোশিল্পের প্রাণ। তাই সেখানে যাওয়ার আগে কৌশল হিসেবে গাড়ির কিছু যন্ত্রাংশ আমদানিতে শুল্কে ছাড় দেয়ার ঘোষণা দেন ট্রাম্প। আর এয়ারফোর্স ওয়ানে উঠে এ সংক্রান্ত নির্বাহী দুটি আদেশে সই করেন তিনি। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, ক্যানাডা ও মেক্সিকোর সাথে দেশের অটো শিল্পের নির্ভরশীলতা রয়েছে।
আসছে শনিবার থেকে গাড়ির যন্ত্রাংশে ২৫শতাংশ শুল্ক কারযকর নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা কাজ করছে সংশ্লিষ্টদের। এর মাঝে এই উদ্যোগকে সাধুবাদ জানালেও গাড়ি নির্মাতারা বলছেন, দিনশেষে ভোক্তাদের ওপরই শুল্কের বোঝা গিয়ে চাপবে।
তবে এখনো নির্বাহী আদেশগুলোর বিষয়ে ধোঁয়াশা রয়েছে বলে মনে করেন বর্ষীয়ান ডেমোক্র্যাটিক কংগ্রেসওম্যান ডেবি ডিঙ্গেল। তাঁর মতে শুল্কারোপ অটোশিল্পে অস্থিরতা তৈরি করেছে।
ফোর্ড মোটর কোম্পানির সাবেক প্রেসিডেন্ট এবং সিইও মার্ক ফিল্ডস সিএনবিসিকে জানিয়েছেন, সার্বিকভাবে ট্রাম্পের উদ্যোগের সবচেয়ে বেশি সুফল পাবে টেসলা।
এদিকে ট্রযারি সেক্রেটারি স্কট ব্যাসেন্ট প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষে সাফাই গেয়েছেন, বলেছেন পাল্টা শুল্কারোপে চায়না নিজের ক্ষতিগ্রস্ত হবে। এমনকি দেশটি অন্তত ১০ মিলিয়ন কর্মসংস্থান হারাতে পারে বলে মনে করেন ব্যাসেন্ট।
ওদিকে পরিসংখ্যান বলছে,ক্ষমতা গ্রহণের একশো দিনে এসএন্ডপি ফাইভ হানড্রেড প্রায় আট শতাংশ সূচক হারিয়েছে।কিন্তু অর্থনীতিবিদরা বলছেন, ক্ষমতা নিয়ে ট্রাম্প মোটা দাগে সাধারণ মানুষের পারিবারিক খরচ অনেক বাড়িয়েছেন। গড় পড়তায় এখন থেকে তাদের গুনতে হবে ৩৩ হাজার ডলার।