‘মধ্যবর্তী নির্বাচনে ভোটাররা ট্রাম্পের শুল্কনীতির জবাব দেবে’

টিবিএন ডেস্ক

এপ্রিল ৬ ২০২৫, ১১:০৭

হাউয মাইনোরিট লিডার হাকিম জেফরিযের সাবেক কমিউনিকেশন্স ডিরেকটর মাইকেল হার্ডাওয়ে। ফাইল ছবি

হাউয মাইনোরিট লিডার হাকিম জেফরিযের সাবেক কমিউনিকেশন্স ডিরেকটর মাইকেল হার্ডাওয়ে। ফাইল ছবি

  • 0

আগামী মধ্যবর্তী নির্বাচনে দেশের ভোটাররা প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের শুল্কনীতির বিরুদ্ধে জবাব দেবেন বলে মন্তব্য করেছেন হাউয মাইনোরিট লিডার হাকিম জেফরিযের সাবেক কমিউনিকেশন্স ডিরেকটর মাইকেল হার্ডাওয়ে।

রবিবার এমএসএনবিসিকে তিনি জানান, ট্রাম্পের উন্মাদনায় দেশের মানুষ সন্তুষ্ট নন। অন্যদিকে, কঠোর শুল্কনীতির কারণে রিপাবলিকান পার্টিতে ট্রাম্পের প্রভাব অনেকটাই কমে যাবে বলে ধারণা করছেন সাবেক রিপাবলিকান স্পিকার জন বোনার এবং স্পিকার পল রায়ানের সাবেক কমিউনিকেশন্স কর্মকর্তা ব্রেন্ডান বাক। এদিকে দেশজুড়ে ট্রাম্প বিরোধী সমাবেশকে গণতন্ত্রের জন্য ইতিবাচক ঘটনা বলে দাবি করেন নেক্সযেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ক্রিস্টিনা যিনটযুন র‍্যামিরেজ।

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের শুল্ক পরিকল্পনার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন রিপাবলিকান নেতারা। প্রেসিডেন্ট ট্রাম্পের আরোপ করা সার্বজনীন ১০ শতাংশ শুল্ক আদায় শুরু হওয়ার দিনেও শেয়ার বাজারে অব্যাহত দরপতনে উদ্বেগ জানান রিপাবলিকান নেতারা। যদিও কঠোর শুল্কনীতির প্রভাবে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রবণতা বিষয়ে কোন মন্তব্য না করলেও পুরো পরিস্থিতিকে ‘নতুন স্বাধীনতা’ আখ্যা দিয়ে সামজিক মাধ্যমে পোস্ট করেছেন ডনাল্ড ট্রাম্প।

ট্রাম্পের শুল্কনীতিকে রাজনৈতিকভাবে ব্যর্থ কর্মসুচী হিসেবে আখ্যা দেন হাউয মাইনোরিট লিডার হাকিম জেফরিযের সাবেক কমিউনিকেশন্স ডিরেকটর মাইকেল হার্ডাওয়ে। বলেন, দেশের বেশিরভাগ মানুষকে অর্থনৈতিক সংকটের মুখে ঠেলে দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প অবকাশ যাপন করছেন।

আগামী মধ্যবর্তী নির্বাচনে দেশের ভোটাররা ট্রাম্পের শুল্কনীতির বিরুদ্ধে জবাব দিতে মুখিয়ে আছেন দাবি করে হার্ডাওয়ে বলেন, রিপাবলিকান নেতারা ভালো করেই বুঝতে পারছেন শুল্ক আরোপ ট্রাম্পের উন্মাদনায় দেশের মানুষ সন্তুষ্ট নন। বৈদেশিক বাণিজ্য বিষয়ে প্রেসিডেন্টের অতিরিক্ত উৎসাহের কারণে হাউয জিওপি কংগ্রেসের নিয়ন্ত্রণ হারাবে বলেও মনে করেন তিনি।

এদিকে, কঠোর শুল্কনীতির কারণে রিপাবলিকানদের ভোট ব্যাংকে এখনি কোন প্রভাব না পড়লেও পার্টিতে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রভাব অনেকটাই কমে যাবে বলে ধারণা করছেন সাবেক রিপাবলিকান স্পিকার জন বোনার এবং স্পিকার পল রায়ানের সাবেক কমিউনিকেশন্স কর্মকর্তা ব্রেন্ডান বাক।

অন্যদিকে, প্রেসিডেন্ট ট্রাম্পের অবৈধ অভিবাসন বিরোধী অভিযান, ফেডারেল প্রতিষ্ঠান থেকে বিপুল সংখ্যক কর্মী ছাটাইয়ের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে কয়েক মিলিয়ন মানুষের প্রতিবাদ কর্মসূচীকে গণতন্ত্রের জন্য ভালো ঘটনা বলে মন্তব্য করেন নেক্সটযেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ক্রিস্টিনা যিনটযুন র‍্যামিরেজ।

দেশজুড়ে ট্রাম্প বিরোধী সমাবেশে ডেমোক্র্যাটদের অংশগ্রহন সামনের দিনগুলোতে রাজনৈতিক দিশা ঠিক করতে ভুমিকা রাখবে বলেও মনে করেন নেক্সটযেন অ্যামেরিকার প্রেসিডেন্ট।