কুইন্সে সাবওয়ে ট্রেনের ছাদে উঠতে গিয়ে বালক নিহত

টিবিএন ডেস্ক

জুলাই ৪ ২০২৫, ১৭:১২

দুর্ঘটনার বিষয়টি জানিয়ে কুইন্সবোরো প্লাজা স্টেশনে পুলিশ ডাকা হয়। এর পরিপ্রেক্ষিতে সেখানে গিয়ে রাত পৌনে তিনটার দিকে ট্রেনের সাত নম্বর লাইনে বালকটিকে অচেতন অবস্থায় পাওয়া যায়। ছবি: এনওয়াই ডেইলি নিউজ

দুর্ঘটনার বিষয়টি জানিয়ে কুইন্সবোরো প্লাজা স্টেশনে পুলিশ ডাকা হয়। এর পরিপ্রেক্ষিতে সেখানে গিয়ে রাত পৌনে তিনটার দিকে ট্রেনের সাত নম্বর লাইনে বালকটিকে অচেতন অবস্থায় পাওয়া যায়। ছবি: এনওয়াই ডেইলি নিউজ

  • 0

ইমার্জেন্সি মেডিক্যাল সার্ভিসেস-ইএমএস কিশোরটিকে বেলেভিউ হাসপাতালে নিয়ে যায়। সেখানে আঘাতজনিত কারণে তার মৃত্যু হয়।

নিউ ইয়র্ক সিটির কুইন্সে শুক্রবার শুরুর সময়ে সাবওয়ে ট্রেনের ছাদে ওঠার চেষ্টাকালে ১৫ বছরের এক বালক নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বাহিনীটি জানায়, দুর্ঘটনার বিষয়টি জানিয়ে কুইন্সবোরো প্লাজা স্টেশনে পুলিশ ডাকা হয়। এর পরিপ্রেক্ষিতে সেখানে গিয়ে রাত পৌনে তিনটার দিকে ট্রেনের সাত নম্বর লাইনে বালকটিকে অচেতন অবস্থায় পাওয়া যায়।

ইমার্জেন্সি মেডিক্যাল সার্ভিসেস-ইএমএস কিশোরটিকে বেলেভিউ হাসপাতালে নিয়ে যায়। সেখানে আঘাতজনিত কারণে তার মৃত্যু হয়।

ভুক্তভোগীর নাম তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

ঘটনাস্থলের পরিস্থিতি দেখে পুলিশ জানায়, রেললাইনে পড়ে যাওয়ার সময় কিশোরটি হয় স্টেশনে প্রবেশরত ৭ নম্বর ট্রেনের ছাদে চড়েছিল অথবা সে ট্রেনটির ছাদে ওঠার চেষ্টা করছিল।

নিউ ইয়র্ক সিটিতে ট্রেনের ছাদ থেকে পড়ে হতাহতের ঘটনা নতুন নয়। গত মাসে ব্রঙ্কসে ট্রেনের ওপর থেকে পড়ে ১৪ বছর বয়সী একজন গুরুতর আহত হয়।

পুলিশ জানায়, ভুক্তভোগী সে বালক অন্য দুই কিশোরের সঙ্গে উত্তরমুখী ৫ নম্বর ট্রেনের ছাদে ছিল। ১৬ জুন বেলা সোয়া তিনটার দিকে সে বেচেস্টার অ্যাভিনিউর কাছের স্টেশনের রেললাইনে পড়ে যায়।

স্বাস্থ্যকর্মীরা কিশোরটিকে জ্যাকবি মেডিক্যাল সেন্টারে নিয়ে যায়। সেখানে তাকে গুরুতর হিসেবে চিহ্নিত করা হলেও তার অবস্থা স্থিতিশীল ছিল।

ওই ঘটনায় স্টেশনে থাকা ১৭ বছর বয়সী এক সাবওয়ে সারফারকে গ্রেপ্তার করে পুলিশ।

বাহিনীটি জানায়, নিউ ইয়র্ক সিটিতে গত বছর সাবওয়ে সার্ফিং করতে গিয়ে ছয়জনের প্রাণহানি হয়, যাদের বেশির ভাগ কিশোর। তাদের মধ্যে সর্বকনিষ্ঠের বয়স ১১ বছর।