নিউ ইয়র্ক সিটির ব্রঙ্কসে বৃহস্পতিবার দুপুরে পরস্পরকে ছুরিকাঘাত করে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন দুই ব্যক্তি।
পুলিশ সূত্রগুলোর বরাতে অ্যামএনওয়াই জানায়, ৪২তম থানা পুলিশ বেলা একটার পর ৯১১ নম্বরে কল পায়। কলার পুলিশকে জানান, ১৪০৮ ওয়েবস্টার অ্যাভিনিউতে অবস্থিত বাটলার হাউসের সামনে ছুরিকাঘাত চলছে। খবর পেয়ে পুলিশ কর্মকর্তারা এসে দুজনকে রক্তে রঞ্জিত অবস্থায় পান।
৪৯ বছর বয়সী এক ব্যক্তির মুখে ছুরির আঘাত পাওয়া যায়। অন্যদিকে ৪৮ বছর বয়সী এক ব্যক্তির ঘাড়ে ছুরির আঘাত ছিল।
ইমার্জেন্সি মেডিক্যাল সার্ভিসেস-ইএমস উভয় ভুক্তভোগীকে সেন্ট বার্নাবাস হসপিটালে নিয়ে যায়। সেখানে দুজনই আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন বলে জানায় পুলিশ।
বাহিনীটি জানায়, তর্কাতর্কির পর দুই ব্যক্তিই পরস্পরকে ছুরিকাঘাত শুরু করেন। ঘটনাস্থলে দুজনের দেহ থেকে অনেক রক্ত ঝরে পড়ে।
এ ঘটনায় তদন্ত চালাচ্ছেন গোয়েন্দারা।