ফিলাডেলফিয়ার প্রায় ২১ মাইল দক্ষিণ-পূর্বে অবস্থিত নিউ জার্সির ক্রস কিজ এয়ারপোর্টে বুধবার সন্ধ্যায় ১৫ জন আরোহী নিয়ে একটি সেসনা টু জিরো এইট বি স্কাইডাইভিং বিমান বিধ্বস্ত হয়েছে।
আরোহীদের সবাইকে নিউ জার্সির ক্যামডেনে অবস্থিত কুপার ইউনিভার্সিটি হসপিটালে নেয়া হয়েছে। হাসপাতালের মুখপাত্র ওয়েন্ডি এ. মারানো জানিয়েছেন, আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। অন্যান্য আহতদের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের একজন মুখপাত্রের বরাত দিয়ে এনবিসি নিউজ জানিয়েছে বিমান বিধ্বস্তের কারণ অনুসন্ধানে কাজ করছে তদন্তকারী দল।
গ্লুচেস্টার কাউন্টি ইমার্জেন্সি ম্যানেজমেন্ট তাদের ফেসবুক পেজে জনসাধারণকে ওই এলাকা এড়িয়ে চলার বিষয়ে সতর্ক করেছে। জরুরি যানবাহনগুলি ঘটনাস্থলে প্রবেশ যেন বাধা না পায় তাই এই সতর্কতা জারি করা হয়।
এর আগে গত রবিবার ওহাইওর উত্তরপূর্বাঞ্চলে একটি সেসনা ৪৪১ বিমান বিধ্বস্ত হয়ে ৭ জন আরোহীর সকলেই নিহত হন।