বিপ্লবী গার্ডের গোয়েন্দা প্রধানসহ তিন ইরানি জেনারেলকে হত্যা

টিবিএন ডেস্ক

জুন ১৫ ২০২৫, ২১:৪৬

আইআরজিসির গোয়েন্দা সংস্থার প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কাজেমি। ছবি: খামেনি ডট আইআর

আইআরজিসির গোয়েন্দা সংস্থার প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কাজেমি। ছবি: খামেনি ডট আইআর

  • 0

ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের চতুর্থ ধাপের হামলা শুরুর দিন ইরানি তিন জেনারেলকে হত্যা করল ইসরায়েল।

ইরানে রবিবার ইসরায়েলি হামলায় ইসলামি বিপ্লবী গার্ড কোর-আইআরজিসির গোয়েন্দা সংস্থার প্রধানসহ তিন জেনারেল নিহত হয়েছেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা তাসনিম।

ইসলামি প্রজাতন্ত্রটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে টাইমস অব ইসরায়েল-টিওআই একই তথ্য জানিয়েছে।

টিআই জানায়, ইসরায়েলি হামলায় নিহত হন আইআরজিসির গোয়েন্দা প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কাজেমি ও তার ডেপুটি হাসান মোহাকিক। এ ছাড়া আইআরজিসির গোয়েন্দা কর্মকর্তা মোহসেন বাঘেরিও ইসরায়েলি হামলায় নিহত হন।

ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের চতুর্থ ধাপের হামলা শুরুর দিন ইরানি তিন জেনারেলকে হত্যা করল ইসরায়েল।

ইরানের সংবাদ সংস্থা মেহের জানায়, ‘অপারেশন ট্রু প্রমিজ’ নামের এ অভিযানের চতুর্থ ধাপে ইসরায়েলের আবাসিক ভবন ও অবকাঠামোকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে।

বার্তা সংস্থাটি আরও জানায়, ইরানে ইসরায়েলের শুরুর দিককার হামলার ‘চূড়ান্ত প্রতিক্রিয়া’ হলো নতুন এ আক্রমণ।

ইসরায়েলের প্রথম দিককার আঘাতে ইরানের উচ্চপদস্থ কয়েকজন সামরিক কমান্ডার নিহত হন।

এদিকে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস-আইডিএফ রবিবার জানিয়েছে, তেহরানে সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করে সেগুলোকে চূর্ণ করে দিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী।

আইডিএফের বিবৃতিতে বলা হয়, আইডিএফ গোয়েন্দা বিভাগের নির্দেশনাক্রমে ইরানের ভূমি থেকে ভূমি ক্ষেপণাস্ত্র উৎপাদন ক্ষেত্র, রাডার ক্ষেত্র, ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র লঞ্চার গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী।