ইরান চলতি বছর চার শর বেশি মৃত্যুদণ্ড কার্যকর করেছে: জাতিসংঘ

বাসস

সেপ্টেম্বর ৪ ২০২৪, ১৩:৫৪

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • 0

ইরানে গত আগস্টে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ বিশেষজ্ঞরা। চলতি বছরের এই পর্যন্ত দেশটিতে মোট চার শর বেশি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

জাতিসংঘের ১১টি বিশেষজ্ঞের একটি গ্রুপ এক বিবৃতিতে বলেছে, শুধুমাত্র অগাস্ট মাসে ইরানে কমপক্ষে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তারা বলেছেন, ২০২৪ সালের শুরু থেকে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা চার শর বেশি। এর মধ্যে ১৫ জন নারীও রয়েছেন।

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল নিযুক্ত বিশেষজ্ঞরা বলেন, ‘মৃত্যুদণ্ডের সংখ্যা দ্রুত বৃদ্ধিতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।’

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ মানবাধিকার গোষ্ঠীগুলোর মতে, চায়না ছাড়া অন্য যে কোনও দেশের তুলনায় ইরান প্রতি বছর বেশি লোকের মৃত্যুদণ্ড কার্যকর করে।

ইরানের মানবাধিকার পরিস্থিতি এবং বিচারবহির্ভূত, সংক্ষিপ্ত এবং নির্বিচারে মৃত্যুদণ্ডের বিষয়ে জাতিসংঘের বিশেষজ্ঞরা বলেছেন, গত মাসে ৪১টি মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে মাদক অপরাধে দোষীদের ।

তারা বলেছেন, ‘মাদক অপরাধের জন্য মৃত্যুদণ্ড আন্তর্জাতিক মানদণ্ড লঙ্ঘন করে।

বিশেষজ্ঞরা ২০২১ সাল থেকে ইরানে মাদক সংক্রান্ত অপরাধের জন্য মৃত্যুদণ্ডের উল্লেখযোগ্য হারে বৃদ্ধিতে দুঃখ প্রকাশ করেছেন। গত বছর চার শর বেশি মাদক সংক্রান্ত মামলায় মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।


0 মন্তব্য

Do you like cookies? 🍪 We use cookies to ensure you get the best experience on our website. Learn more...