কাতারের উপহারের বিমান নিতে যে যুক্তি দিলেন ট্রাম্প

টিবিএন ডেস্ক

প্রকাশিত: মে ১২ ২০২৫, ২০:৩৫ হালনাগাদ: ডিসেম্বর ১১ ২০২৫, ১৩:০৫

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

  • 0

কাতার ৪০০ মিলিয়ন ডলারের যে বিমানটি উপহার দেবে, তাকে নতুন করে সাজিয়ে প্রেসিডেন্টকে বহনকারী বিমান তথা এয়ার ফোর্স ওয়ানে রূপান্তর করা হবে। বিমানটি হবে অ্যামেরিকা সরকারের পাওয়া অন্যতম দামী উপহার।

কাতারের কাছ থেকে উপহার হিসেবে বিমান নেওয়ার ক্ষেত্রে নৈতিক উদ্বেগের বিষয়টি নাকচ করে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সোমবার বলেছেন, উদার প্রস্তাব গ্রহণ না করাটা হবে ‘বোকামি’।

সিএনএন জানায়, কাতার ৪০০ মিলিয়ন ডলারের যে বিমানটি উপহার দেবে, তাকে নতুন করে সাজিয়ে প্রেসিডেন্টকে বহনকারী বিমান তথা এয়ার ফোর্স ওয়ানে রূপান্তর করা হবে। বিমানটি হবে অ্যামেরিকা সরকারের পাওয়া অন্যতম দামী উপহার।

ট্রাম্পকে বিমান দেওয়ার প্রস্তাবের খবরটি ছড়িয়ে পড়লে তাৎক্ষণিকভাবে তার সমালোচনা করেন ডেমোক্র্যাটিক পার্টির রাজনীতিক ও সুশাসন নিয়ে কাজ করা লোকজন।

তাদের মতে, এ উপহার গ্রহণের বিষয়টি ট্রাম্পের সিদ্ধান্তের ওপর প্রভাব ফেলতে পারে। ট্রাম্প বলেন, বোয়িং ৭৪৭-৮ বিমানটি শেষ পর্যন্ত তার প্রেসিডেন্সিয়াল লাইব্রেরিতে দান করা হবে। দায়িত্ব শেষে ব্যক্তিগত কাজে বিমানটি ব্যবহারের কোনো ইচ্ছা নেই তার।

‘আমি মনে করি এটি (বিমান উপহারের প্রস্তাব) কাতারের বিশাল অভিব্যক্তি। আমি এটাকে অনেক বেশি পছন্দ করি। এ ধরনের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার মতো কেউ কখনও হতে যাব না আমি’, মধ্যপ্রাচ্য সফরের আগে হোয়াইট হাউসে রিপোর্টারদের বলেন ট্রাম্প।

“আমি বলতে চাইছি, ‘না, আমরা বিনা মূল্যে খুব দামী বিমান চাই না’ বলে বোকা ব্যক্তিতে পরিণত হতে পারি আমি”, যোগ করেন প্রেসিডেন্ট।

ট্রাম্প মনে করেন, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশের প্রতিরক্ষায় অ্যামেরিকা যে সহায়তা করেছে, তার প্রতি কৃতজ্ঞতার অংশ হিসেবেই কাতার এ উপহার দিচ্ছে। মধ্যপ্রাচ্য সফরে তিনটি দেশেই যাবেন তিনি।