
লস অ্যাঞ্জেলেসে অভিবাসন কর্মকর্তাদের সাথে স্থানীয়দের সংঘর্ষ

টিবিএন ডেস্ক
জুন ৮ ২০২৫, ২:০৩

ছবি: রয়টার্স
- 0
আইস বিরোধী আন্দোলনের দ্বিতীয় দিনেও লস অ্যাঞ্জেলেসে পুলিশ এবং ফেডারেল অভিবাসন কর্মকর্তাদের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে।
শনিবার শহরের প্যারামাউন্ট এলাকায় বিক্ষোভ দমন করতে টিয়ার গ্যাস ছোড়ে আইন প্রয়োগকারী সংস্থা।
এর আগে, একই ঘটনায় শহরজুড়ে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। আইসের অভিযান নিয়ে ট্রাম্প প্রশাসনের সমালোচনা করেছেন, ডেমোক্র্যাটিক কংগ্রেসম্যান রবার্ট গার্শিয়া। অভিবাসীদের পক্ষে কথা বলায় লস অ্যাঞ্জেলেসের মেয়র ক্যারেন ব্যাসের সমালোচনা করেন আইসের অ্যাক্টিং ডিরেক্টর টড লায়ন্স।
এক ভিডিও ফুটেজে দেখা যায়, টিয়ার গ্যাসের প্রভাবে চোখে তীব্র জ্বালাপোড়া অনুভব করছেন কেউ কেউ। সেই সাথে সংঘর্ষে আহত হয়ে রক্তাত্ব অবস্থায়ও পড়ে থাকতে দেখা যায় কয়েকজন বিক্ষোভকারীকে। এর আগে, স্থানীয় এক সুপারশপে আইসের অভিযানে আটক হন বেশ কয়েকজন অভিবাসী।
এই ঘটনার একদিন পর পুলিশ এবং ফেডারেল অভিবাসন কর্মকর্তাদের সাথে সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের। তারই ধারাবাহিকতায় শনিবারও দ্বিতীয় দিনের মতো আন্দোলন অব্যাহত রেখেছে বিক্ষোভকারীরা।
আইসের অভিযান বিষয়ে ট্রাম্প প্রশাসনের সমালোচনা করেছেন, ডেমোক্র্যাটিক রেপ্রেযেন্টেটিভ রবার্ট গার্সিয়া। এমএসএনবিসিকে তিনি বলেন, যেসব অবৈধ অভিবাসী বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে লিপ্ত রয়েছেন, তাদের ওপর মনোযোগ না দিয়ে অযথা নিরীহ মানুষকে হয়রানি করছে ট্রাম্প প্রশাসন।
প্রতিদিনের কোটা পূরণ করতেও আইস এমন অভিযান পরিচালনা করছে বলেও অভিযোগ তোলেন, গার্সিয়া।
অভিবাসীদের পক্ষ নিয়ে কথা বলায় লস অ্যাঞ্জেলেসের মেয়র ক্যারেন ব্যাসের সমালোচনা করেন, আইসের অ্যাক্টিং ডিরেক্টর টড লায়ন্স। বাসিন্দাদের উদ্দেশ্যে মেয়রের দেয়া বক্তব্যকে একেবারে ‘ঘৃণ্য’ বলে মন্তব্য করেন লিয়ন্স।
এমনকি অবৈধ অভিবাসীদের আটকের সময় যদি আইসের কাজে মেয়র বাধা দিতেন, সেক্ষেত্রে ব্যস অপরাধীদের প্রতিনিধিত্ব করছেন বলে গণ্য হত বলেও মন্তব্য করেন আইসের অ্যাক্টিং ডিরেক্টর।
আন্দোলনকারীদের ওপর পুলিশের আক্রমণ নিয়ে সামাজিক মাধ্যম এক্স-এ ট্রাম্প প্রশাসনের সমালোচনা করেন ক্যালিফোর্নিয়ার মেয়র গ্যাভিন নিউসম। ট্রাম্প প্রশাসন এসব কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা হারাচ্ছে বলেও উল্লেখ করেন ক্যালিফোর্নিয়ার মেয়র।