গাজা, ইয়েমেন থেকে রকেট ও ক্ষেপণাস্ত্র ছোড়া হলো ইসরায়েলে

টিবিএন ডেস্ক

মে ১৩ ২০২৫, ২০:০৪

গাজা থেকে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের দিকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র। ছবি: রয়টার্স

গাজা থেকে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের দিকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র। ছবি: রয়টার্স

  • 0

ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা রকেট হামলার দায় স্বীকার করে। এ হামলার ফলে দক্ষিণ ইসরায়েলজুড়ে সতর্কবার্তা দেওয়া হয়।

ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে ছোড়া দুটি রকেট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী।

দেশটির দাবি, গাজা থেকে ছোড়া তৃতীয় রকেটটি খালি জায়গায় পড়েছে। এর ফলে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

আল জাজিরা বুধবার জানায়, ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা রকেট হামলার দায় স্বীকার করে। এ হামলার ফলে দক্ষিণ ইসরায়েলজুড়ে সতর্কবার্তা দেওয়া হয়।

ইসলামিক জিহাদের ভাষ্য, ‘আমাদের ফিলিস্তিনি জনগণের ওপর নির্বিচার হত্যার বিরুদ্ধে’ এ হামলা চালানো হয়েছে।

এর আগে ইসরায়েলের সেনাবাহিনী জানায়, ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুতিরা, তবে ইসরায়েলে আঘাত হানতে সক্ষম হয়নি এটি। এ কারণে কোনো অ্যালার্ম বাজানো হয়নি।