নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনে শৈশবের পাবলিক স্কুলের সামনে ২৯ বছর বয়সী এক তরুণকে শুক্রবার গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বাহিনীর কর্মকর্তাদের বরাত দিয়ে এনওয়াই ডেইলি নিউজ জানায়, তরুণটি শিশু বয়সে স্কুলটি ভর্তি হয়েছিলেন। প্রতিষ্ঠানটির বাইরে তাকে হত্যার ঘটনাটি চাপা পড়ে যায় ৪ জুলাই স্বাধীনতা দিবসের আতশবাজির মধ্যে।
পুলিশের ভাষ্য, ভুক্তভোগী শুক্রবার রাত পৌনে ১২টার দিকে ব্রাউনসভিলের উইলিয়ামস অ্যাভিনিউর কাছে ডামন্ট অ্যাভিনিউর পাবলিক স্কুল ১৭৪, দ্য ডামন্ট স্কুলের সামনে দাঁড়িয়ে ছিলেন। ওই সময় তার বুকে গুলি করা হয়।
গুলিবিদ্ধ হওয়ার পর যানবাহন খুঁজে ব্রুকডেইল ইউনিভার্সিটি হসপিটাল পর্যন্ত যেতে সক্ষম হন ভুক্তভোগী। সেখানে রাত দেড়টার দিকে তাকে পান হাসপাতালের কর্মীরা।
পুলিশ জানায়, চিকিৎসকরা যথাসাধ্য চেষ্টা করেও তরুণকে বাঁচাতে পারেননি। হাসপাতালে যাওয়ার কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।
বন্দুক হামলার উদ্দেশ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তরুণটির পরিচয়ও তখনই প্রকাশ করা হয়নি।
পুলিশের কাছ থেকে ভুক্তভোগীর পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া না গেলেও প্রতিবেশীরা জানান, তরুণটি ব্রাউনসভিল এলাকায় থাকতেন। তিনি শিশু বয়সে পাবলিক স্কুল ১৭৪-এ ভর্তি হয়েছিলেন।
এক প্রতিবেশী বলেন, ‘সে ছিল খুবই মিষ্টি ছানা। সে সুন্দর ছিল। সে সেখানকার স্কুলে যেত।’
ভুক্তভোগীর পরিবার এতটাই শোকস্তব্ধ ছিল যে, শনিবার তারা কথা বলার মতো পরিস্থিতিতে ছিল না।