ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার ঘোষিত ‘নির্বাচনী রোডম্যাপ’ নিয়ে হতাশা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেশে একটি অন্তর্ভুক্তিমূলক, অংশগ্রহণমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচনের যে আশাবাদ জনগণ নিয়ে ছিল, ইউনূস সাহেবের রোডম্যাপে তার প্রতিফলন ঘটেনি।
গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে শনিবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল।
তিনি বলেন, ‘আমরা শুরু থেকেই বলেছিলাম, সরকারের হাতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। জনগণের সেই চাওয়া থেকেই একটি নিরপেক্ষ, গ্রহণযোগ্য রোডম্যাপের প্রয়োজন ছিল। কিন্তু যা এসেছে, তা বর্তমান শাসকগোষ্ঠীর ইচ্ছারই প্রতিফলন। এতে করে দেশে গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়া আরও পিছিয়ে গেল।’
বিএনপির মহাসচিব আরও বলেন, ‘আমরা সংলাপ ও আলোচনার পক্ষে, কিন্তু সেটি হতে হবে রাজনৈতিক দলের সাথে, জনগণের অংশগ্রহণে। একজন অনির্বাচিত ব্যক্তির নেতৃত্বে প্রণীত রোডম্যাপ বাস্তবসম্মত নয়।’
তিনি অভিযোগ করেন, সরকারের নিয়ন্ত্রণে থাকা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে যেভাবে রাজনৈতিক বিরোধীদের দমন করা হচ্ছে, তাতে নির্বাচনী পরিবেশ তৈরি হয়নি বরং ভয়ভীতির পরিবেশ সৃষ্টি করা হয়েছে।
মির্জা ফখরুল বলেন, “আমরা এখনও আশাবাদী যে, জনগণের চাপে একটি গ্রহণযোগ্য প্রক্রিয়ার দিকে দেশ যাবে। সেই লক্ষ্যে বিএনপি এবং আমাদের ১২ দফা দাবি অব্যাহত থাকবে।”
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খানসহ দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।