দ্য রাভানের অনুপ্রেরণায় টম ব্রাউনির কালেকশন। ছবি: সংগৃহীত
0
ম্যানহাটন ও ব্রুকলিন জুড়ে ৯ ফেব্রুয়ারি শুরু হওয়া নিউ ইয়র্ক ফ্যাশন উইকের (এনওয়াইএফডব্লিও) পর্দা নেমেছে ১৪ফেব্রুয়ারি। সপ্তাহজুড়ে চলা রানওয়ে শোতে বিখ্যাত ডিজাইনারদের তৈরি আকর্ষণীয় সব পোশাক প্রদর্শন করেছেন সেলিব্রিটিরা।
উইলিয়ামসবার্গ সেভিংস ব্যাঙ্কের অভ্যন্তরে ৮ফেব্রুয়ারি ডিজাইনার পিটার ডো অফিশিয়াল শো ক্যালেন্ডারে প্রথম কালেকশন প্রদর্শন করেন।
এই ফ্যাশন উইকের মাধ্যমে রানওয়েতে প্রত্যাবর্তন ঘটেছে টমি হিলফিগারের। অন্যান্য সেলিব্রিটিদের সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন ব্র্যান্ডটির অ্যাম্বাসেডর সোফিয়া রিচি গ্র্যাঞ্জ।
এছাড়াও এবছর রানওয়েতে প্রদর্শিত হয়েছে কেলভিন ক্লেইন, কোলিনা স্ট্রাডা, উইলি কাভারিয়া, প্রবাল গুরুংসহ বেশ কয়েকজন বিখ্যাত ডিজাইনারের আকর্ষণীয় সব কালেকশন।
ডিজাইনার থম ব্রাউনির তৈরি পোশাকের জাঁকজমকপূর্ণ প্রদর্শনীর মাধ্যমে ১৪ফেব্রুয়ারি ফ্যাশন উইকের সমাপ্তি ঘটে।
দেখে নেয়া যাক কেমন ছিল ২০২৪সালের নিউ ইয়র্ক ফ্যাশন উইক।