অবৈধ অভিবাসীদের ডলার দেওয়ার ‘প্রলোভন’ দেখাচ্ছে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন।
গণবিতাড়নের এজেন্ডা সফল করার অংশ হিসেবে সোমবার প্রশাসন জানিয়েছে, অ্যামেরিকায় অবৈধভাবে বসবাসরত অভিবাসীদের মধ্যে যারা স্বেচ্ছায় নিজ দেশে ফেরত যাবে, তাদের এক হাজার ডলার করে দেওয়া হবে।
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অভিবাসীদের ভ্রমণের ক্ষেত্রেও সহায়তা দেওয়া হবে। এ ছাড়া ‘সিবিপি হোম’ নামের অ্যাপ ব্যবহার করে যারা দেশে ফেরত যাওয়ার কথা অ্যামেরিকান প্রশাসনকে জানাবে, তাদের অভিযানের মাধ্যমে আটক ও বিতাড়নের জন্য বিবেচনায় আনা হবে না।
সেক্রেটারি অব হোমল্যান্ড সিকিউরিটি ক্রিস্টি নোয়েম বলেন, ‘আপনি এখানে অবৈধ অবস্থায় থাকলে গ্রেপ্তার এড়িয়ে অ্যামেরিকা ছাড়ার সর্বোত্তম, সবচেয়ে নিরাপদ ও ব্যয়সাশ্রয়ী উপায় হবে স্বেচ্ছায় চলে যাওয়া।
‘ডিএইচএস বর্তমানে সিবিপি হোম অ্যাপের মাধ্যমে অবৈধ বিদেশিদের তাদের বাড়িতে ফেরার ক্ষেত্রে ভ্রমণে আর্থিক সহায়তা এবং একটি বৃত্তি দিচ্ছে।’
ডিএইচএসের বরাত দিয়ে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানায়, এরই মধ্যে শিকাগো থেকে হন্ডুরাসে ফিরতে একজন অভিবাসীর বিমান ভাড়া পরিশোধ করেছে বিভাগটি। এ সপ্তাহ ও আগামী সপ্তাহের আরও টিকিট বুক করা হয়েছে।
অবৈধ অভিবাসীর খোঁজে অভিযান ও অভিবাসীদের গণবিতাড়নকে নিজের নির্বাচনি প্রচারের কেন্দ্রে রেখেছিলেন ট্রাম্প। যদিও বিতাড়ন প্রক্রিয়া ব্যয়বহুল ও সম্পদনির্ভর প্রচেষ্টা।
রিপাবলিকান প্রশাসন একদিকে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) ডিপার্টমেন্টকে বিপুল পরিমাণ আর্থিক ও আনুষঙ্গিক সুবিধা দিতে কংগ্রেসকে তাগিদ দিচ্ছে। অন্যদিকে প্রশাসন অবৈধভাবে অ্যামেরিকায় বসবাসরতদের স্বেচ্ছায় দেশ ছাড়ার তাগিদও দিয়ে যাচ্ছে।