
ভয়াবহ বিস্ফোরণে কাঁপল ক্যালিফোর্নিয়া

টিবিএন ডেস্ক
জুলাই ৩ ২০২৫, ৮:৩১
.jpg)
বিস্ফোরণের ফলে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ছবি: এনবিসি নিউজ
- 0
কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের ফলে বিশাল অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং আকাশে বহুদূর পর্যন্ত ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে।
ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছে ক্যালিফোর্নিয়া। মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার ইয়লো কাউন্টির এসপার্টো এলাকায় একটি আতশবাজি তৈরির কারখানায় ব্যাপক বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ৭ জন নিখোঁজ রয়েছেন।
এনবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, এসপার্টো ফায়ার প্রোটেকশন ডিস্ট্রিক্ট চিফ কার্টিস লরেন্স এক বিবৃতিতে বলেন, মঙ্গলবার বিকেল ৫টা ৫০ মিনিটে স্যাক্রামেন্টোর উত্তর-পশ্চিমে এসপার্টো এলাকার আতশবাজি তৈরির কারখানায় ব্যাপক বিস্ফোরণ ঘটে। ফায়ার ফাইটাররা ঘটনাস্থলে বিস্ফোরণ ও এর ফলে অসংখ্য ভবনে আগুন দেখতে পান।
ইয়লো কাউন্টির অফিস অব ইমার্জেন্সি সার্ভিস জানিয়েছে,দুর্ঘটনা কবলিত ভবনটি বাণিজ্যিক আতশবাজি উৎপাদন ও সংরক্ষণের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
এসপার্টো ফায়ার প্রোটেকশন ডিস্ট্রিক্ট এবং স্টেট ফায়ার মার্শালের অফিস জানিয়েছে, ভবনে অবস্থানরত সাতজন ব্যক্তির এখনও কোন খোঁজ পাওয়া যায়নি। ভবন মালিকের সহায়তায় উদ্ধারকারীরা নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে একটি তীব্র বিস্ফোরণ এবং এরপর একাধিক আতশবাজির মতো শব্দ শোনা যায়। বিস্ফোরণের পরপরই কয়েকটি সড়ক বন্ধ করে দেয়া হয় এবং জরুরি সেবাদানকারী সংস্থাগুলো বহু ফোন কল পেতে শুরু করে। ঘটনাস্থলের কাছাকাছি অবস্থারত ইয়োলো কাউন্টির বেশ কয়েজন বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে।
আগুন দ্রুত আশপাশের ঝোপঝাড় ও গাছপালা বিশেষ করে হাইওয়ে সিক্সটিন ও ওকডেল র্যাঞ্চ লেন এলাকায় ছড়িয়ে পড়ে। এতে অন্তত ৭৮ একর বনভূমি পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে এসপার্টো, ম্যাডিসন ও উইন্টার্স এলাকার ফায়ার ইউনিট ছাড়াও ক্যালিফোর্নিয়া ফায়ার ডিপার্টমেন্টের হেল্প ইউনিট অংশ নিয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরণের সঠিক কারণ অনুসন্ধানে কাজ করছে তদন্তকারী দল।